'গুন্ডামোর দেখেছো কী-আমি মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে লড়ছি', অভিষেককে তোপ দিলীপের

  • 'কাকে ভাইপো বলছেন' সভায় গর্জে ওঠেন অভিষেক
  • 'ভাইপো বলেছি তো কি হয়েছে, আদর করে বলেছিতো'
  • 'আমি সাধারণ মানুষের জন্য গুন্ডামো করছি',বলেন দিলীপ  
  • তিনি আরও বলেন 'লোক দশ বছর ধরে দেখছে কে কি করেছে'

'গুন্ডামোর দেখেছো কি', সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কথার প্রতিক্রিয়া দিলেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মূলত ডায়মন্ড হারবারের সভা থেকে দিলীপ ঘোষের নাম করে 'গুন্ডা' সম্বোধনের পর একহাত নিলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন, 'মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা-কেউ মানবে না', মমতার কথা মনে করিয়ে শুভেন্দুকে তোপ অভিষেকের

Latest Videos

 

 


'ভাইপো বলেছি তো কি হয়েছে-এখনও কোলেই আছেন, লড়ুন'

শনিবার  ডায়মন্ড হারবারের সভা থেকে   অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন, 'কে ভাইপো নাম নিতে, কাকে ভাইপো বলছেন। নাম করে বলছি' বলে দিলীপ ঘোষের নামে 'গুন্ডা' সম্বোধনও করেন তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।  কৈলাস বিজয়বর্গীয়কে 'বহিরাগত' বলছেন তিনি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'কে গুন্ডা সে তো পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি। আমাকে গুন্ডা কেন মাফিয়াও বলেছেন। উনি সাত কোটি টাকার বাড়িতে থাকেন। আর আমি লোকের বাড়িতে থাকি। তাই কে মাফিয়া বোঝা যাচ্ছে। ওনার কনভয়ে ২৫ টা গাড়ি থাকে। আর কি কি থাকে সবাই জানে। কে মাফিয়া বোঝা যাচ্ছে। সেই জন্য হতাশা চরম পর্যায়ে চলে গিয়েছে। তাই রাস্তায় গিয়ে চিৎকার করতে হচ্ছে। ভাইপো বলেছি তো কি হয়েছে। আদর করে ভাইপো বলেছি। দিল্লিতে যুবরাজকে পাপ্পু বলে। তো কি হয়েছে। পাপ্পু বললে ভালো হবে। সেটাও বলা হবে। আমি ভাইপো বলছি না। আমি তো বলছি খোকাবাবু। যদি কেউ আদর করে বলে কি হয়েছে। উনি তো কোলে চড়ে রাজনীতিতে এসেছেন। এখনও কোলেই আছেন। লড়ুন। যে লোকেরা পার্টির জন্য রক্ত দিল প্রাণ দিল ঘাম দিল তাঁরা আজ ব্রাত্য হয়ে যাচ্ছেন। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।'

আরও পড়ুন, 'প্য়াক-আপ', ২১-এর আগে মুখ খুললেন মদন মিত্র

 

 

 

 

'আমি সাধারণ মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে গুন্ডামো করছি', দিলীপ  


তিনি আরও বলেন, 'হাতজোড় করে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকছেন আর উনি কোলে চড়ে রাজনীতিতে এসে এমপি হয়ে যাচ্ছেন। এটা কেউ যদি বলে ক্ষতি কি। এতো চিৎকার চেঁচামেচি করে মানুষ কে বোঝানো যাবে না। লোক সব জানে। লোক দশ বছর ধরে দেখছে কে কি করেছে। প্রাইভেট প্রোপাইটি করা হয়েছে। পুরো কালীঘাটকে ফাঁকা করে দেওয়া হয়েছে। লোকজনকে ওখান থেকে উজাড় করে দেওয়া হয়েছে। লোকের জমি-জমা বাড়ি দখল করে নেওয়া হয়েছে। আর আমি হয়ে গেলাম মস্তান, মাফিয়া, আমি গুন্ডা। গুন্ডামোর দেখেছো কি। যদি এতে গুন্ডামো মনে হয় তাহলে আমি সাধারণ মানুষের জন্য গুন্ডামো করছি। সাধারণ মানুষের উপর যে অত্যাচার হয়, সেই জন্য গুন্ডাম করছি। সবে তো শুরু করেছি। অনেক দেখতে হবে এখনও।

আরও পড়ুন, শীতে গেলেই হয় 'গড়চুমুক', রইল কলকাতার কাছে সেরা ৫ ঘুরতে যাওয়ার ঠিকানা

 

কোনও আইনি পদক্ষেপ করবেন কি ?


প্রশ্নের  উত্তরে দিলীপ ঘোষ বলেন, 'দেখছি। আমাদের উকিল ব্যাপারটা দেখছেন। আইনি নয় সমাজের মানুষের চিন্তা ভাবনা করা উচিত, যে কী ধরনের ভাষা প্রয়োগ করা উচিত প্রকাশ্যে। কেউ যদি মনে করে জিতে গিয়ে মালিক হয়ে গিয়েছে , তাহলে মানুষ তুলতেও পারে ফেলতেও পারে।'

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury