এপ্রিলের শেষেই বাংলায় আসতে চলেছেন শাহ-নাড্ডা। চলতি মাসের শেষের দিকে দুটি পৃথক কর্মসূচিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
এপ্রিলের শেষেই বাংলায় আসতে চলেছেন শাহ-নাড্ডা। চলতি মাসের শেষের দিকে দুটি পৃথক কর্মসূচিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উত্তরবঙ্গে সরকারি কর্মসূচিতে যাবেন অমিত শাহ। উত্তর বঙ্গের তিন বিঘাতে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। এবং গেরুয়া শিবিরেরর ডামাডোল পরিস্থিতির উদ্ধারে বঙ্গবিজেপির রাজ্য কর্মসিমিতির বৈঠকে আসতে চলেছেন জেপি নাড্ডা।
চলতি মাসের শেষেই কলকাতায় বঙ্গবিজেপির রাজ্য কর্মসিমিতির বৈঠক হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ আসবেন। ওই দুই শীর্ষ নেতার কাছে সময় চেয়েছে রাজ্য বিজেপি নের্তৃত্ব। তাঁদের সময় মতই রাজ্যকমিটির বৈঠকের দিন ঠিক করা হবে। এদিকে বঙ্গ বিজেপিতে পুরোনো-নতুন দ্বন্দ্বে জর্জরিত দল।পুরোনো নেতা-কর্মীদের বড় অংশ বসে গিয়েছেন। এই পরিস্থিতিতে বঙ্গবিজেপির রাজ্য কর্মসিমিতির বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তাই দলের হাল ফেরাতে আসছেন নাড্ডা বলেই সূত্র মারফত জানা গিয়েছে। দলের বিদ্রোহ থামাতে কী পদক্ষেপ নেন নাড্ডা , সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
অপরদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এলে তার সঙ্গে বিজেপি নেতারা দেখা করে, রাজ্যের আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে। এদিকে রাজ্যে দলের সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে বাদ যাওয়া কয়েকজনকে পুনর্বাসন দিয়ে ক্ষোভ মেটানোর চেষ্টা করছে বঙ্গবিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী। ইতিমধ্য়েই একাধিক ডিপার্টমেন্টের ইনচার্জ এবং কো-ইনচার্জদের নাম ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গে সরকারি কর্মসূচিতে যাবেন অমিত শাহ। উত্তর বঙ্গের তিন বিঘাতে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।
প্রসঙ্গত, নির্বাচনের ফলের আগের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে থাকা ভারতীয়দের ইস্যুতে অমিত শাহকে তোপ দেগেছিলেন মমতা। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে শাহ বলেছিলেন, ' ৫ রাজ্যের নির্বাচনের মাঝেই এই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সরকারের কাজের ইতিবাচক প্রভাব পড়বে নির্বাচনের ফলেও।' স্বাভাবিকভাবে সেই কথা মিলেও গিয়েছে। একাধিক রাজ্যেই বড়সড় সংখ্যায় আসন জিতে বসে রয়েছে বিজেপি। সেখানে কংগ্রেস, সদ্য অংশ নেওয়া তৃণমূল প্রায় নিশ্চিহ্ন। এদিকে পশ্চিমবঙ্গে সদ্য ঘটে যাওয়া রামপুরহাট বগটুই কাণ্ডেও রাজ্যে সেই অমিত শাহ-র হস্তক্ষেপ চেয়েছে বঙ্গ বিজেপি। তবে ভিন রাজ্যের নির্বাচনের জয় এবং পশ্চিমবঙ্গে আইন-শঙ্খলা নিয়ে বিজেপির প্রশ্ন তোলা জটিল পরিস্থিতিতে অমিত শাহ-র এ রাজ্যে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।