সংক্ষিপ্ত
পেট্রোলের মূল্যবৃদ্ধির পর মোদীকে কটাক্ষ করেন বাম নেতা সুজন চক্রবর্তী। জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে ভারতের সাপেক্ষে অন্যান্যদেশগুলিতে জ্বালানী খুবই সস্তা, এটা দেখিয়ে একটি গ্রাফিক্স টুইটারে আপলোড করেন সুজন। এবার একহাত নিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
জ্বালানীর দামের ইস্যুতে সুজনকে তোপ অনুপমের। পেট্রোলের মূল্যবৃদ্ধির পর মোদীকে কটাক্ষ করেন বাম নেতা সুজন চক্রবর্তী। জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে ভারতের সাপেক্ষে অন্যান্যদেশগুলিতে জ্বালানী খুবই সস্তা, এটা দেখিয়ে একটি গ্রাফিক্স টুইটারে আপলোড করেন সুজন।মূলত ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম লাফিয়ে বাড়ছে সারা দেশে। রবিবার এই নিয়ে গত তেরো দিনে ১১ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। আর এবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পর সুজনকে পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
মূলত পেট্রোলর দামে বিস্ফোরণ হতেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন বাম নেতা সুজন চক্রবর্তী। জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে ভারতের সাপেক্ষে অন্যান্যদেশগুলিতে জ্বালানী খুবই সস্তা, এটা দেখিয়ে একটি গ্রাফিক্স টুইটারে আপলোড করেন সুজন। যেখানে গ্রাফিক্সে দেখানো হয়েছে আফগানিস্থানে পেট্রোলের দাম ৬৬ টাকা ৯৯ পয়সা, পাকিস্থানে ৬২ টাকা ৩৮ পয়সা, শ্রীলঙ্কায় ৭২ টাকা ৮৬ পয়সা, বাংলাদেশে ৭৮ টাকা ৫৩ পয়সা, ভূটানে ৮৬ টাকা ২৯ পয়সা এবং নেপালে ৯৭ টাকা ০৫ পয়সা। অর্থাৎ এই দেশগুলি পেট্রোলের দাম এখনও ১০০ টাকার নীচে রয়েছে। এদিকে ভারতে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে বহুদিন। এই তুলনা টেনে এরপরেই 'বিকাশ এগিয়ে চলেছে' বলে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয় কথা মনে করিয়ে তোপ দাগেন তিনি। যদিও এর মাশুল গুনতে হচ্ছে এবার বামেদের। সুজনের এই পোস্টের পর একহাত নিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
অনুপম হাজরা টুইটে তোপ দেগে বাম নেতা সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে বলেন, 'এত মিথ্যে কথা বলার জন্যই তো এই দলটা আজ শূন্য। ভারতে যদি পেট্রোলের দাম খুবই গায়ে লাগে তাহলে আপনারা আফগানিস্থান, পাকিস্থান বা শ্রীলঙ্কা গিয়ে কয়েকদিন শান্তিতে কাটিয়ে আসুন না।' প্রসঙ্গত, প্রায় চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। কিন্তু মূল্যবৃদ্ধির যে উচ্চতায় পৌঁছবার পর সেই দাম স্থির হয়েছিল, তাতে আগে থেকেই নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। এদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়ে যায়। অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্য়ে ছিল। যদিও দেশের ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর আগে অবধি তেলের দাম ভারতে বাড়েনি। তবুও বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে মোদী সরকার। আর সেই ভবিষ্যতবাণী মিলে গিয়েছে। এই নিয়ে গত তেরো দিনে ১১ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। বামেদের পাশাপাশি সরব তৃণমূলও।