'করোনায় আক্রান্ত হবেন', রায় বিপক্ষে যেতেই হাইকোর্টের বিচারপতিকে অভিশাপ আইনজীবীর

 

  • বিচারপতিকে করোনা আক্রান্তের অভিশাপ আইনজীবীর 
  • বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই ঘটনাটি ঘটেছে 
  • জানা গিয়েছে,অভিযুক্ত আইনজীবীর নাম বিজয় অধিকারী  
  • নোটিসের ১৫ দিনের মধ্যে ওই আইনজীবীকে জবাব দিতে হবে 

রায় বিপক্ষে যেতেই মামলায় হেরে যাওয়ার পর বিচারপতিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অভিশাপ দিলেন এক আইনজীবী৷ এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট৷ ক্ষুব্ধ বিচারপতি পাল্টা ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন৷ জানা গিয়েছে, বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই ঘটনাটি ঘটেছে৷ অভিযুক্তি আইনজীবীর নাম বিজয় অধিকারী৷ আদালতের অবমাননার নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে ওই আইনজীবীকে তার জবাব দিতে হবে৷

শহরে দেদার শব্দবাজি ফাটানোর অভিযোগ, মোট ৯৮ জনকে গ্রেফতার করল পুলিশ

Latest Videos

করোনো ভাইরাসের সংক্রমণ রুখতে এবং লকডাউনের কারণে গত ১৫ মার্চ থেকে শুধুমাত্র খুব জরুরি মামলাগুলি শোনা হচ্ছে কলকাতা হাইকোর্টে৷ ২৫ মার্চ থেকে সেই মামলাগুলিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হচ্ছে৷ অভিযুক্ত আইনজীবী বিজয় অধিকারীর মক্কেল ব্যাঙ্ক ঋণ শোধ না করায় তাঁর একটি বাস নিলাম করার সিদ্ধান্ত নেয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক৷ ওই নিলামের প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ চেয়ে ওই আইনজীবী  আদালতের দ্বারস্থ হন৷ বিষয়টি জরুরি বলে আদালতের কাছে দাবি করেন তিনি৷এদিকে বাসটি গত ১৫ জানুয়ারি ব্যাঙ্ক বাজেয়াপ্ত করেছে। এই তথ্য় উঠে আসার পরেই জরুরি ভিত্তিতে মামলার শুনানি করতে রাজি হয়নি আদালত৷ আর বিচারপতি এই রায় পড়া শুরু করতেই ক্ষুব্ধ আইনজীবী বার বার তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন৷  টেবিল চাপড়ে, মাইক্রোফোনে আওয়াজ করে রায়-দানে বাধা দেওয়ার রীতিমত চেষ্টা করেন ওই আইনজীবী৷

বাড়িতে আলো জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী, মোমবাতি হাতে রাস্তায় অতি উৎসাহীরা

নিজের নির্দেশনামায় বিচারপতি দত্ত লিখেছেন, 'আইনজীবী বিজয় অধিকারীকে বার বারই এমন আচরণ করা থেকে বিরত থাকতে সতর্ক করা হয়৷ কিন্তু তিনি আমার ভবিষ্যৎ তিনি ধ্বংস করে দেবেন, শুধু তাই নয়, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হব বলেও তিনি অভিশাপ দেন৷ তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হতে পারে বলেও ওই আইনজীবীকে সতর্ক করা হয়৷' বিচারপতি আরও জানিয়েছেন, ওই আইনজীবীর আচরণকে নিন্দনীয় বলার পাশাপাশি প্রাথমিকভাবে তা ফৌজদারি অপরাধের সামিল বলেই মনে করেছেন বিচারপতি৷ এর পরেই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা হাইকোর্ট ওই আইনজীবীর বিরুদ্ধে গত ২৩ মার্চ ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে।  

 

 

 রাজ্য়ে করোনায় আক্রান্ত এবার এক নার্স, পরিবারকে কোয়ারেনটাইনে থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের

করোনা আক্রান্তদের এমআর বাঙ্গুরে স্থানান্তর ঘিরে তুলকালাম, অভিযোগ নিয়ে অবস্থান বিক্ষোভে নার্সরা

পাঁচিল টপকালেই ভাইরাস এক্সপার্ট সেন্টার, তবুও মুখ ফিরিয়ে মেডিক্য়াল কলেজ

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari