চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরাতে কী করছে রাজ্য়, স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব হাইকোর্টের

  • করোনাকালে ৫ মাস ধরে বন্ধ রয়েছে আমানতকারীদের টাকা
  • বন্ধ হাইকোর্ট গঠিত এক সদস্যের কমিটির কাজ
  •  কোভিড গাইডলাইন মেনে পুনরায় কাজ শুরুর নির্দেশ
  • স্বরাষ্ট্রসচিবকে আগামী ৯ অক্টোবর রিপোর্ট পেশ করতে হবে কোর্টে
     

Asianet News Bangla | Published : Sep 26, 2020 8:35 PM IST / Updated: Sep 27 2020, 02:12 AM IST

করোনা কালে ৫ মাস ধরে বন্ধ রয়েছে আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্ট গঠিত এক সদস্যের কমিটির কাজ। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, কোভিড গাইডলাইন মেনে পুনরায় কাজ শুরু করার জন্য কমিটির যা যা দরকার, রাজ্য সরকারকে তা করতে হবে কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে। এই নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে আগামী ৯ অক্টোবর রিপোর্ট পেশ করতে হবে কোর্টে৷ মামলার পরবর্তী শুনানি রয়েছে ওইদিনই।  

তিনবার ডেকেও সাড়া দেননি ডিজিপি,কী গোপন করা হচ্ছে- প্রশ্ন রাজ্য়পালের

রাজ্যের ভুয়ো অর্থলগ্নি সংস্থাগুলির আমানতকারীদের টাকা ফেরাতে কলকাতা হাইকোর্ট  অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি তালুকদারের নেতৃত্বে ইতিমধ্যেই এক সদস্যের কমিটি গঠন করেছে৷ চিটফান্ড সংক্রান্ত  মামলাগুলি শুনানির জন্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি জয় সেনগুপ্তর বিশেষ ডিভিশন বেঞ্চের কাছে 'ভিবজিওর' নামে একটি চিটফান্ড সংস্থা জানায়, একটি স্কিমের মাধ্যমে ক্রমঅনুসারে তারা তাদের আমানতকারীদের ৫ হাজার টাকা পর্যন্ত ফেরত দিতে চায়৷

আগে কলকাতা পুলিশের কর্তাকে বাঁচাতে নিজেই হাজির হতেন, মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্য়পালের

কমিটির কাছেও তারা বিষয়টি জানিয়েছে৷ এদিকে কমিটির আইনজীবী আদালতকে জানান, করোনা পরিস্থিতির কারণে প্রায় ৫ মাস বন্ধ রয়েছে কমিটির কাজ৷ এদিকে কর্মীর অপ্রতুলতা এবং অন্যান্য সুবিধে না মেলায় এই পরিস্থিতিতে কমিটির পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু রাজ্য সরকার কোর্টে জানায়, কমিটিকে সবরকম সহায়তা তারা দেবে৷

বিদ্য়াসাগরের জন্মদিনে আলো ছড়াল 'নারী শিক্ষা', মাথা উঁচু করে প্রতিযোগীতায় নিউগড়িয়ায় মহিলারা

রাজ্য সরকারকে কোর্ট নির্দেশ দিয়েছে, করোনা সুরক্ষা বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে কমিটির কাজ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিক রাজ্য সরকার।

Share this article
click me!