রক্ষকই ভক্ষক, পাচার কাণ্ডে প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড-ডেপুটি কমিশনারকে গ্রেফতার করল CBI

Published : Nov 03, 2020, 12:19 PM ISTUpdated : Nov 03, 2020, 12:23 PM IST
রক্ষকই ভক্ষক, পাচার কাণ্ডে প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড-ডেপুটি কমিশনারকে গ্রেফতার করল CBI

সংক্ষিপ্ত

চন্দন কাঠ পাচার কাণ্ডে নাম জড়াল প্রশাসনের প্রাক্তণীদের  গ্রেফতার প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড-প্রাক্তন ডেপুটি কমিশনার   ৩ বছরের পুরোনো মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে  দুইজনকেই  নিজেদের হেপাজতে নিয়েছে সিবিআই   


চন্দন কাঠ পাচার কাণ্ডে নাম জড়াল প্রশাসনের প্রাক্তণীদের। চন্দন কাঠ পাচার কাণ্ড ও ভুয়ো এক্সপোর্ট রিপোর্টের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড ও প্রাক্তন ডেপুটি কমিশনার সহ ৪ জনকে গ্রেফতার করল সিবিআই।

আরও পড়ুন, 'ভেড়ির ঘরে কে'- জিগোতেই ছুটে এল ঝাঁকে ঝাঁকে গুলি, জীবনতলা শ্যুট আউটে বিজেপি-কে কাঠগড়ায় তুলল তৃণমূল

 

 

সিবিআই-র রুদ্ধশ্বাস অভিযান

সূত্রের খবর,   চন্দন কাঠ পাচার কাণ্ড ও ভুয়ো এক্সপোর্ট রিপোর্ট কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড ও প্রাক্তন ডেপুটি কমিশনারের বিরুদ্ধে। এরপরেই সোমবার সিবিআই রুদ্ধশ্বাস অভিযান চালায়। কলকাতা থেকে কাস্টমসের ডেপুটি কমিশনার বিকাশ কুমার এবং এক্সপোর্টার জ্য়োতি বিশ্বাসকে গ্রেফতার করে সিবিআই। যাদের উপর নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্বে ছিল, তারাই যুক্ত থাকার ঘটনার অভিযোগে যথেষ্টই নড়েচড়ে বসেছে প্রশাসন।

আরও পড়ুন, আজ নবান্নে মমতা- বিনয় তামাংদের বৈঠক, জট কাটিয়ে হবে কি জোট

 

 

নিজেদের হেপাজতে নিয়েছে সিবিআই

জানা গিয়েছে, কাস্টমসের ডেপুটি কমিশনার বিকাশ কুমার এবং এক্সপোর্টার জ্য়োতি বিশ্বাসকে নিজেদের হেপাজতে নিয়েছে সিবিআই। প্রসঙ্গত,  ৩ বছরের পুরোনো মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।

 

আরও পড়ুন, 'রাজ্য সরকারের আসল রূপ সামনে আনব', বিমানবন্দরে নেমেই বিস্ফোরক কৈলাশ বিজয় বর্গীয়

PREV
click me!

Recommended Stories

এবার কলকাতা মেট্রোয় কাটা যাবে রিটার্ন টিকিট, কবে থেকে চালু হচ্ছে এই সুবিধা?
‘এক দেশ এক পড়ুয়া’ আইডি-র ফাঁদ পাতছে হ্যাকাররা, ক্ষতি হওয়ার আগেই হয়ে যান সাবধান!