রক্ষকই ভক্ষক, পাচার কাণ্ডে প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড-ডেপুটি কমিশনারকে গ্রেফতার করল CBI

Published : Nov 03, 2020, 12:19 PM ISTUpdated : Nov 03, 2020, 12:23 PM IST
রক্ষকই ভক্ষক, পাচার কাণ্ডে প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড-ডেপুটি কমিশনারকে গ্রেফতার করল CBI

সংক্ষিপ্ত

চন্দন কাঠ পাচার কাণ্ডে নাম জড়াল প্রশাসনের প্রাক্তণীদের  গ্রেফতার প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড-প্রাক্তন ডেপুটি কমিশনার   ৩ বছরের পুরোনো মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে  দুইজনকেই  নিজেদের হেপাজতে নিয়েছে সিবিআই   


চন্দন কাঠ পাচার কাণ্ডে নাম জড়াল প্রশাসনের প্রাক্তণীদের। চন্দন কাঠ পাচার কাণ্ড ও ভুয়ো এক্সপোর্ট রিপোর্টের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড ও প্রাক্তন ডেপুটি কমিশনার সহ ৪ জনকে গ্রেফতার করল সিবিআই।

আরও পড়ুন, 'ভেড়ির ঘরে কে'- জিগোতেই ছুটে এল ঝাঁকে ঝাঁকে গুলি, জীবনতলা শ্যুট আউটে বিজেপি-কে কাঠগড়ায় তুলল তৃণমূল

 

 

সিবিআই-র রুদ্ধশ্বাস অভিযান

সূত্রের খবর,   চন্দন কাঠ পাচার কাণ্ড ও ভুয়ো এক্সপোর্ট রিপোর্ট কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে প্রাক্তন পুলিশ সুপারিনটেন্ড ও প্রাক্তন ডেপুটি কমিশনারের বিরুদ্ধে। এরপরেই সোমবার সিবিআই রুদ্ধশ্বাস অভিযান চালায়। কলকাতা থেকে কাস্টমসের ডেপুটি কমিশনার বিকাশ কুমার এবং এক্সপোর্টার জ্য়োতি বিশ্বাসকে গ্রেফতার করে সিবিআই। যাদের উপর নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্বে ছিল, তারাই যুক্ত থাকার ঘটনার অভিযোগে যথেষ্টই নড়েচড়ে বসেছে প্রশাসন।

আরও পড়ুন, আজ নবান্নে মমতা- বিনয় তামাংদের বৈঠক, জট কাটিয়ে হবে কি জোট

 

 

নিজেদের হেপাজতে নিয়েছে সিবিআই

জানা গিয়েছে, কাস্টমসের ডেপুটি কমিশনার বিকাশ কুমার এবং এক্সপোর্টার জ্য়োতি বিশ্বাসকে নিজেদের হেপাজতে নিয়েছে সিবিআই। প্রসঙ্গত,  ৩ বছরের পুরোনো মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।

 

আরও পড়ুন, 'রাজ্য সরকারের আসল রূপ সামনে আনব', বিমানবন্দরে নেমেই বিস্ফোরক কৈলাশ বিজয় বর্গীয়

PREV
click me!

Recommended Stories

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণের কাজ
আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস