রাজ্য়ে ৭০০ ছাড়াল করোনা আক্রান্ত, বলছে কেন্দ্রের রিপোর্ট

Published : Apr 29, 2020, 04:07 PM ISTUpdated : Apr 29, 2020, 04:12 PM IST
রাজ্য়ে ৭০০ ছাড়াল করোনা আক্রান্ত, বলছে কেন্দ্রের রিপোর্ট

সংক্ষিপ্ত

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৫ যার মধ্যে ১১৯ জন সুস্থ হয়ে  ইতিমধ্য়েই বাড়ি ফিরেছেন  যদিও রাজ্য় সরকারের সঙ্গে মিলছে না এই সংখ্যা   

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৫৷ যার মধ্যে ১১৯ জন সুস্থ হয়ে  ইতিমধ্য়েই বাড়ি ফিরেছেন। মৃত্যু হয়েছে ২২ জনের৷ 

রাজ্য়ে একাধিক করোনা রিপোর্ট 'ফলস' নেগেটিভ, কী বলছেন চিকিৎসকরা..

রাজ্য়ের পরিসংখ্যান বলছে,মঙ্গলবার পর্যন্ত রাজ্যে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫২২। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে  নতুন করে  কোভিড ১৯-এ আক্রান্ত  হয়েছেন ২৮ জন। খুশির খবর সুস্থ হয়ে গত একদিনে বাড়ি ফিরেছেন ১০ জন। এখনও পর্যন্ত রাজ্য়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৯ জন। মঙ্গলবার নবান্নে এমনটাই জানিয়েছেন,মুখ্য়সচিব রাজীব সিনহা। 

হাওড়ার পুলিশের ওপর হামলার ঘটনায় বড় সিদ্ধান্ত নবান্নের,রাতেই শুরু ধরপাকড়.

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে  মারা গেছেন ২ জন। অর্থাৎ সব মিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় করোনায় মারা গেছেন ২২ আক্রান্ত। সর্বপরি মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ২২৩টি। কেবল গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১১৮০টি। পরিসংখ্য়ান  বলছে,সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৫৩৮৮ জন, গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪৫১ জন।হোম কোয়ারেন্টাইনে আছেন ১৬ হাজার ৫২ জন, গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২৫৭৭ জন। 

মুখ্য়সচিব জানিয়েছেন, রাজ্য়ে করোনা মোকাবিলায় সব ধরনের সহায়তা করছে রাজ্য় সরকার। ইতিমধ্য়েই পিপিই দেওয়া হয়েছে প্রায় ৫ লক্ষ। এন ৯৫ মাস্ক দেওয়া হয়েছে প্রায় ৩ লক্ষ। 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর