রবীন্দ্র সরোবরে না ঢুকতে পারলে আগত পূণ্যার্থীরা শহরের কোন কোন ঘাটে পুজো করতে যেতে পারেন, সেরকম প্রায় ৪৮টি ঘাটের তালিকা দিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
২০১৮ সালে ছট পুজোর বহরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেক। প্রশাসনের কড়া নির্দেশ অমান্য করে ভোরের অন্ধকারে পাঁচিল টপকে রবীন্দ্র সরোবরে ঢুকে পড়েছিলেন ভক্তরা। সেখানে অবাধে দলে দলে লোক মিলে ছট পুজো করার ফলে প্রাণ হারিয়েছিল লেকের পরিবেশে বাস করা বহু প্রাণী। নষ্ট হয়েছিল সংরক্ষিত জলও। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তার পরের বছর থেকেই শক্ত হাতে বাঁধন দিচ্ছে প্রশাসন।
রবীন্দ্র সরোবরকে দূষণের হাত থেকে বাঁচাতে ২০২২ সালেও নেওয়া হয়েছে বড়সড় উদ্যোগ। ছট পুজোতে রবীন্দ্র সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনওভাবেই যাতে ছট পুজো করার জন্য রবীন্দ্র সরোবরকে ব্যবহার না করা হয় সেই ব্যাপারে উদ্যোগ নিয়েছে প্রশাসন। রবীন্দ্র সরোবরকে কার্যত পুরোপুরি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। কোনও ব্যক্তি যাতে রবীন্দ্র সরোবরের জলে নামতে না পারেন, সেই উদ্যোগেই এই পদক্ষেপ। এর পাশাপাশি সরোবরে প্রবেশের একাধিক গেটে টাঙানো হয়েছে হোর্ডিং। রবীন্দ্র সরোবর বাদ দিলে তার পরিবর্তে বিকল্প কোন কোন জলাশয় ব্যবহার করা যেতে পারে, সেই সমস্ত বিস্তারিত উল্লেখ করা হয়েছে ওই হোর্ডিংগুলিতে দেওয়া নোটিসে।
ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল কোর্টের নির্দেশে যেকোনও ধরনের পুজো বা অনুষ্ঠানে রবীন্দ্র সরোবরকে ব্যবহার করা যায় না। গত কয়েক বছরের মতো এবছরও রবীন্দ্র সরোবরকে ছট পুজোর জন্য ব্যবহার করতে দেওয়া হবে না, সেকথা আবার স্পষ্ট করে দিয়েছে গ্রিন ট্রাইবুনাল কোর্টে। আগামী রবিবার ও সোমবার বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর। ইতিমধ্যেই সরোবরের ১২টি গেট বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে কেএমডিএ।
রবীন্দ্র সরোবরে না ঢুকতে পারলে আগত পূণ্যার্থীরা শহরের কোন কোন ঘাটে পুজো করতে যেতে পারেন, সেরকম প্রায় ৪৮টি ঘাটের তালিকা দিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আশা করা যাচ্ছে, এই পদক্ষেপের জেরে তাঁদের মধ্যে আর বিশেষ কোনও বিভ্রান্তি থাকবে না। কোনও অজ্ঞাত ভক্ত ভুল করে রবীন্দ্র সরোবরে চলে এলেও তিনি তালিকা দেখে নিয়ে বিকল্প জলাশয়ে চলে যেতে পারবেন। সরকারের তরফে এই জলাশয়ের তালিকা নির্ধারিত করা হয়েছে। কেউ যাতে জলাশয়ে ছটপুজোর সময় নামতে না পারেন সেকারণে কড়া পাহারাও রাখা হচ্ছে সরোবরের প্রত্যেকটি গেটে। অন্যান্য বছরগুলিতে দেখা গেছে, প্রশাসনের তরফে লেকের গেটের সামনে বিশেষ গাড়ি রাখা থাকে। কেউ ভুল করে সরোবরে চলে এলে, সেই গাড়িতে করে শহরের অন্যান্য ঘাটে নিয়ে যায় প্রশাসন।
আরও পড়ুন-
রক্তমাখা দু’আঙুলে ধরা রয়েছে দাঁতের পাটি! দেখে নিন অভিনেতা কার্তিক আরিয়ানের সদ্য প্রকাশ পাওয়া 'ফ্রেডি' লুক
উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে, দক্ষিণবঙ্গে শীতের আগমনী নিয়ে কী বলছে আবহাওয়া দফতর?
টুইটারের মালিকানা গেল ইলন মাস্কের হাতে, সঙ্গে সঙ্গে ছাঁটাই হয়ে গেলেন পরাগ আগরওয়াল সহ বহু উচ্চপদস্থরা