Tripura: 'আমরাও দেখে নেব', SSKM-এ জয়া-সুদীপদের খবর নেওয়ার পর BJP-কে তোপ অভিষেক-মমতার

Published : Aug 12, 2021, 05:00 PM ISTUpdated : Aug 12, 2021, 05:08 PM IST
Tripura: 'আমরাও দেখে নেব', SSKM-এ জয়া-সুদীপদের খবর নেওয়ার পর BJP-কে তোপ অভিষেক-মমতার

সংক্ষিপ্ত

 আক্রান্ত তৃণমূল নেতা-নেত্রীদের দেখতে এসএসকেএম-এ এবার অভিষেককেও নিয়ে এলেন মমতা। এদিন  সুদীপ রাহা ও জয়া দত্তকে দেখার পরেই বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।


 আক্রান্ত তৃণমূল নেতা-নেত্রীদের দেখতে এসএসকেএম-এ এবার অভিষেককেও নিয়ে এলেন মমতা। ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূল নেতা-নেত্রীরা। তারপর প্রতিবাদ জানাতেই গ্রেফতার করা হয়। এদিকে আক্রান্ত অবস্থায় নুন্যতম চিকিৎসাটুকু মেলেনি বলে অভিযোগ জানান মমতা। তারপর তাই জামিন পেতেই গভীর রাতে তাঁদেরকে বিশেষ বিমানে  কলকাতায় নিয়ে আসা হয়। ভর্তি করা হয় এসএসকেমের উডবার্ণ ওয়ার্ডে।

 আরও পড়ুন, Tripura: ত্রিপুরায় রাতভর পুলিশি অভিযান, 'আন্দোলন ঠেকানো যাবে না', কড়া বার্তা কুণালের
সোমবারের পর ফের বৃহস্পতিবার এসএসকেম হাসপাতালে আক্রান্ত তৃণমূল নেতা-নেত্রীদের দেখতে এলেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এদিন  সুদীপ রাহা ও জয়া দত্তকে দেখার পরেই বিজেপিকে নিশানা করে মমতা বলেছেন, যারা আক্রান্ত হয়েছেন, তাঁদেরই গ্রেফতার করা হয়েছে ওখানে। বাইরে থেকে কেউ গেলেই তাঁদের গ্রেফতারির মুখে পড়তে হচ্ছে। কিন্তু আমরা পিছু হঠব না।আমরা দেখে নেব।' সোমবারেও মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেছিলেন, 'ত্রিপুরা আমাদের লোকেদের উপর নির্লজ্জ হামলা চালিয়েছে বিজেপি। সেখানে দানবীয় সরকার চালাচ্ছে বিজেপি। আমাদের কর্মীদের মারধর করে গ্রেফতার করেছে। পুলিশের সামনেই সব হয়েছে।এটা সম্পূর্ণ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে, নাহলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এত সাহস হতে পারে না।' 

"

আরও পড়ুন, মোদী-যোগী রাজ্যে এবার 'খেলা হবে দিবস' পালন, চব্বিশে চোখ রেখে সাজো সাজো রব তৃণমূলের

প্রসঙ্গত, শনিবার ত্রিপুরায় এসে আক্রান্ত হয়েছেন তৃণমূলের যুব নেতারা। প্রতিবাদে শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। সূত্রের খবর, রবিবার ভোর রাতে মহামারী আইনে ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য সহ ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। এরপরেই তৃণমূলের যুব নেতাদের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ত্রিপুরা। খোঁয়াই থানায় রুদ্র মূর্তি ধরেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পুলিশ আধিকারিকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় ধৃতদের তোলা হয় আদালতে। এরপর দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্য়োপাধ্যায়, ব্রাত্য বসু সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব থানাতেই ছিলেন। তবে তৃণমূলের নেতারদের জামিনের পরেই গভীর রাতে তাঁদেরকে বিশেষ বিমানে  কলকাতায় ফেরানো হয়েছে। 

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের