বৃহস্পতিবারই চালু হয়ে যাচ্ছে 'জয় হিন্দ ব্রিজ', উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী

  •  ২০১৮ সালের সেপ্টেম্বরে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে  
  • রেলের গড়িমসিতেই ব্রিজ চালু হয়নি বলেছিলেন মমতা
  • রেলের সেফটি কমিশন ছাড়পত্র দিতেই চালু হবে ব্রিজ
  • বৃহস্পতিবার  'জয় হিন্দ ব্রিজ' এর উদ্ধোধনে মুখ্যমন্ত্রী
     


 প্রতিক্ষা শেষ, দীর্ঘ ২ বছর পর ফের চালু হতে চলেছে নয়া মাঝেরহাট ব্রিজ। রেলওয়ে সেফটি কমিশন ছাড়পত্র দিতেই রাজ্য সরকার উদ্ধোধনের তারিখ জানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী নতুন এই ব্রিজের নাম দিয়েছেন 'জয় হিন্দ ব্রিজ'। ৩ ডিসেম্বর-বৃহস্পতিবার 'জয় হিন্দ ব্রিজ' এর উদ্ধোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

আরও পড়ুন, আজ অক্সফোর্ডের বিতর্কসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী, শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেবেন মমতা

Latest Videos

 

  নতুন এই ব্রিজের নাম 'জয় হিন্দ ব্রিজ'

প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ ব্রিজ খোলা নিয়ে বিজেপির বিক্ষোভ সমাবেশে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ বিজেপি সমর্থকদের মধ্যে খন্ড যুদ্ধ লাগে। তারপর মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করে, রেলের পারমিশন না দেওয়ার জন্য এই ব্রিজ খোলা যায়নি। কিন্তু তারপর রেল পরিষ্কার জানিয়ে দেয়, 'রাজ্যসরকারের জন্য এই ব্রিজ খুলতে দেরি হয়েছে। প্রথম ৪ মাসের মধ্যে ব্রিজের নকশা বদল, তারপর তৈরি ব্রিজে ২৯ টি ভুল ছিল। সেই ভুল সংশোধন করতে অনেকটাই দেরী হয়েছে'। এরপর নয়া এই সেতুর কাজ শেষ হলেও বাকি ছিল শুধু রেলের সেফটি সার্টিফিকেট। এবার সেটা মিলতেই ৩ ডিসেম্বর-বৃহস্পতিবার 'জয় হিন্দ ব্রিজ' এর উদ্ধোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

আরও পড়ুন, শীতে গেলেই হয় 'গড়চুমুক', রইল কলকাতার কাছে সেরা ৫ ঘুরতে যাওয়ার ঠিকানা

 

ব্রিজ চালু হলে কলকাতার কোন কোন অংশে যোগাযোগ

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে। তার পর অনেকটা সময় কেটে গিয়েছে। অবশেষে 'জয় হিন্দ ব্রিজ' তৈরি সম্পূর্ণ হতেই শুক্রবারই নবান্ন থেকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেট দেখে  অনুমোদন দেয় রেলও। দীর্ঘ প্রতিক্ষা শেষে ব্রিজের উদ্ধোধন দিন ঠিক হয় আগামীকাল বৃহস্পতিবার। নতুন রূপে মাঝেরহাট সেতু চালু হলে, বেহালা, নিউআলিপুর, ঠাকুরপুকুর-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশের সঙ্গে কলকাতার যোগাযোগ আগের মতোই স্বাভাবিক হবে।  

 

আরও পড়ুন, বেড়িয়ে পড়ুন বড়ন্তি, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গার রইল হদিশ

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি