'তার মৃত্যু একটি যুগের সমাপ্তি', নৃত্যশিল্পী অমলাশঙ্করের প্রয়াণে কী বললেন মমতা

  • প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর  
  • তাঁর ১০১তম জন্মদিন সেলিব্রেট করেছিল পরিবার 
  •   এক মাস না-যেতেই তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সবাই  
  • অমলাশঙ্করকে নিয়ে শোকপ্রকাশ করেছেন  মুখ্য়মন্ত্রী 

Ritam Talukder | Published : Jul 24, 2020 11:52 AM IST / Updated: Jul 24 2020, 05:23 PM IST

প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। অনুমান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। গত মাসেই অমলাশঙ্ককের ১০১তম জন্মদিন সেলিব্রেট করেছিল তাঁর পরিবার।  তারপর এক মাস না-কাটতেই শুক্রবার ভোরে তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ সবাই।  অমলাশঙ্করের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

 

 

 
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় টুইটে লিখেছেন, 'বিশিষ্ট নৃত্যশিল্পী অমলাশঙ্করের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি বহু প্রজন্ম ধরে নৃত্যশিল্পীদের জন্য অনুপ্রেরণা ছিলেন। তার মৃত্যু একটি যুগের সমাপ্তি। আমরা ২০১১ সালে তাকে বঙ্গ বিভূষণ পুরষ্কার দিয়েছি। তার পরিবার এবং তার ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। ' পাশপাশি তিনি আরও জানিয়েছেন,   নৃত্যের মাধ্যমে তিনি রাজ্য তথা দেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। উদয়শঙ্কর এবং অমলাশঙ্কর নিবেদিত 'কল্পনা' আজও জনপ্রিয়।'

আরও পড়ুন, 'রবিঠাকুরের সামান্য ক্ষতি নিয়ে ওনার কাজ একটা বিস্ময়', অমলাশঙ্করের প্রয়াণে শোকস্তব্ধ ঋতুপর্ণা

অপরদিকে, প্রয়াত শিল্পীর নাতনি শ্রীনন্দাশঙ্কর শুক্রবার সকালে ফেসবুকে এই খবর জানান। অমলাশঙ্করের সঙ্গে তাঁর বেশকিছু ছবি পোস্ট করে শ্রীনন্দাশঙ্কর লেখেন, 'আজ ১০১ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন ঠাকুমা। গত মাসেই তাঁর জন্মদিন পালন করেছিলাম। মুম্বই থেকে কলকাতার কোনও উড়ান নেই, তাই খুব অস্থির লাগছে। মন ভেঙে গিয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। একটা অধ্যায়ের সমাপন হল। লাভ ইউ ঠাম্মা। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।'

আরও পড়ুন, মহানায়ক আজও 'মাস্টারমশাই', প্রয়াণ দিবসে গুরুকে প্রণাম প্রসেনজিৎ-সৃজিতের
 

Share this article
click me!