কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে না ডিসেম্বরেও, রবিবার বৈঠক শেষে জানালেন শিক্ষামন্ত্রী

Published : Nov 29, 2020, 03:26 PM ISTUpdated : Nov 29, 2020, 04:52 PM IST
কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে না ডিসেম্বরেও, রবিবার বৈঠক শেষে জানালেন শিক্ষামন্ত্রী

সংক্ষিপ্ত

ডিসেম্বরেও খুলছে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়  করোনা পরিস্থিতিতে  অগত্যা অনলাইনই ভরসা  নতুন বছরে ফের  উপাচার্যদের সঙ্গে রিভিউ বৈঠক হবে  রবিবার ভার্চুয়াল বৈঠক শেষে জানালেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের ডিসেম্বর মাসেও খুলছে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতিতে  অগত্যা অনলাইনই ভরসা। নতুন বছরে ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রিভিউ বৈঠক হবে। রবিবার উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, 'কোভিডে বন্ধ থাকছে স্কুল', সিলেবাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

 

সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কোথায়,তাও জানালেন শিক্ষামন্ত্রী

রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকের পর তিনি জানিয়েছেন আপাতত অনলাইনেই চলবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস। জানুয়ারি মাসে ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রিভিউ বৈঠক হবে। আশা করা যায় তারপরেই সিদ্ধান্তে জানা যাবে। উল্লেখ্য, সাপ্লিমেন্টারি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা আপাতত অনলাইনেই হবে। উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্য়ের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। 

 

আরও পড়ুন, বেড়িয়ে পড়ুন বড়ন্তি, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গার রইল হদিশ

 

কলেজের আসন ফাঁকা রয়েছে


অপরদিকে, করোনা আবহে স্নাতকের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া অনলাইনেই হয়েছে। তবে এখনও বেশ কয়েকটি কলেজের আসন ফাঁকা রয়েছে। তাই প্রয়োজনমতো ফের অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা হতে পারে। এমনটাই জানান শিক্ষামন্ত্রী। 


আরও পড়ুন, শীতে গেলেই হয় 'গড়চুমুক', রইল কলকাতার কাছে সেরা ৫ ঘুরতে যাওয়ার ঠিকানা

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI