করোনা পজিটিভ প্রসূতির সুস্থ সন্তান, খুশির হাওয়া ফুলেশ্বরের হাসপাতালে

  • আতঙ্কের মাঝেই আশার আলো
  •  সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা পজিটিভ মা
  •  ভাইরাসের আতঙ্কের মাঝেই খুশির হাওয়া ফুলেশ্বরে
  •   
     

Asianet News Bangla | Published : Apr 21, 2020 6:48 PM IST / Updated: Apr 22 2020, 12:25 AM IST

আতঙ্কের মাঝেই আশার আলো। সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা পজিটিভ মা। যার ফলে করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই খুশির হাওয়া ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে। সোমবার রাতে ওই বেসরকারি হাসপাতালে একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন করোনা পজিটিভ এক মহিলা। 

চিকিৎসকদের পর এবার চারজন নার্স, কলকাতা মেডিক্যালে করোনা আতঙ্ক জারি.

জানা গিয়েছে, তিনদিন আগে হাওড়ার শিবপুরের বাসিন্দা এক করোনা পজিটিভ মহিলা ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি হন। রাজ্য সরকার এই হাসপাতালটিকে করোনা পজিটিভ রোগীদের চিকিৎসার জন্য সংরক্ষিত করেছে। 

দ্বিতীয় চিঠিতেই সুর নরম,সুপ্রিম কোর্টের উল্লেখ দেখেই কি কেন্দ্রীয় দলকে ছাড়পত্র

হাসপাতাল সূত্রের খবর, সোমবার রাতে সন্তানসম্ভবা ওই মহিলার প্রসব যন্ত্রণা দেখা দিলে হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় মহিলা একটি সুস্থ সন্তানের জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে বর্তমানে মা ও শিশু দু'জনেই ভাল আছে। এদিকে করোনা চিকিৎসার মাঝে এই ঘটনায় হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা স্বভাবতই উচ্ছ্বসিত। 

Share this article
click me!