করোনায় মৃতের দ্রুত সৎকারের নির্দেশ , মরদেহ দেওয়া হবে না পরিবারকে

Published : Mar 23, 2020, 05:08 PM ISTUpdated : Mar 23, 2020, 05:12 PM IST
করোনায় মৃতের দ্রুত সৎকারের নির্দেশ , মরদেহ দেওয়া হবে না পরিবারকে

সংক্ষিপ্ত

কলকাতায় প্রথম করোনায় মৃত্যু দেশের মৃত্যু বেড়ে সংখ্যা হল ৮ পরিবারের হাতে দেওয়া হবে না দেহ ইলেকট্রিক চুল্লিতে দ্রুত সৎকার 

ভারতের বুকে মৃত্যু বেড়ে ৮। করোনার কোপে প্রথম মৃত্যু হল কলকাতায়। আমরি হাসপাতালে ভর্তি ছিলেন দমদমের বাসিন্দা। সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি। রাজ্যে প্রথম করোনায় মৃত্যু। মৃতদেহ ডিজপোজাল করা হবে নিয়ম মেনেই।

আরও পড়ুন, করোনা রুখতে লকডাউন শহর, আইন ভাঙলে হতে ২ বছরের জেলও

শুক্রবার হাসপাতালে ভর্তি হন দমদমের এই বাসিন্দা। প্রথম থেকেই ছিল শ্বাসকষ্ট, রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার দিন তাঁর মৃত্যু ঘটে। তবে মৃতদেহ দেওয়া হবে না পরিবারের হাতে। করোনায় মৃত ব্যক্তির সৎকারের রয়েছে বিশেষ নিয়ম। সংক্রমণ না ছড়াতে তা পালন করা হবে অক্ষরে অক্ষরে। দ্রুত করতে হবে সৎকার। দেওয়া হল সেই নির্দেশও। ইলেক্ট্রিক চুল্লিতে সৎকার করা হবে করোনায় মৃত ব্যক্তির। 

আরও পড়ুন, ছিল না তাঁদের কাছে ট্রেন বন্ধের খবর, লকডাউনে শিয়ালদায় আটকে ভিন রাজ্যের যাত্রী

তিনি কয়েকদিন আগে সপরিবারে বিলাসপুর গিয়েছিলেন। ট্রাভেল করেছিলেন আজাদ হিন্দ এক্সপ্রেসে। পরিবারের ধারনা সেখান থেকেই ছড়িয়েছে সংক্রমণ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে এর মধ্যে তাঁর ছেলের সঙ্গে কোনও যোগাযোগ হয়েছিল কি না। তিনি কাজ করতেন ফেয়ার্লি প্লেসে। সেখানকার সব কর্মীদের কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হল। পরিবারের হাতে দেওয়া হবে না মৃত্য দেহ। তাঁরাও বর্তমানে চিকিৎসাধীন এম আর বাঙুর হাসপাতালে। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

PREV
click me!

Recommended Stories

রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে