ভোটের আবহে নজর কাড়ছে অমিত শাহের বাংলা সফর, মেদিনীপুরে চাষিদের সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডায়মন্ড হারবারে নাড্ডার কনভয়ে হামলা
  • ঘটনার আবহেই অমিত শাহের বাংলা সফর
  • ভোটের আগে কী বার্তা দেবেন তিনি?
  •  কী রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচিতে?

আরও পড়ুন-'তৃণমূলের জোকার' কটাক্ষের জবাব দিলেন কল্যাণ, দিলীপকে বললেন 'ক্ষ্যাপা ষাঁড়'একদিকে কৃষি আইনের বিরোধিতায় দেশজুড়ে আন্দোলন। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতির বাংলা সফরে কনভয়ে হামলা। দুইয়ের আবহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর দুই দিনের সফরে কী কী কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

 

Latest Videos

আগামী বিধানসভা ভোটে মতুয়া ভোট ব্যাঙ্ককে পাখির চোখ করেছে বিজেপি। সেই মতো অমিত শাহের প্রথম দিনের সফরে বনগাঁ যাওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু ওইদিন বনগাঁর পরিবর্তে মেদিনীপুরে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন মেদিনীপুরে চাষিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথির সাংগঠনিক পর্যায়েও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন অমিত শাহ।

আরও পড়ুন-রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফ্লেক্স ভর্তি গাড়ি বাজেয়াপ্ত, ৪ জনকে আটক করল পুলিশ

মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে মেদিনীপুরের কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। দেশ জুড়ে কৃষি আইন বিরোধিতার আন্দোলনে স্বরাষ্ট্রমন্ত্রীর চাষীদের সঙ্গে বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মেদিনীপুর শহরে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জেলা সভাপতি সমিত দাস বলেছেন, ''স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকে বৃহৎ চাষি, ক্ষুদ্র চাষি, ভাগচাষি, আলু চাষি সহ সর্বস্তরের কৃষকরা থাকবেন। তাঁরা তাঁদের সমস্য়ার কথা জানাবেন অমিত শাহকে''।

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি