ইডি-র স্ক্যানারে গরু-পাচার চক্র, এনামূলের কলকাতার অফিসে তল্লাশি সিবিআইয়ের

  • ইডি-র স্ক্য়ানারে গরু পাচার চক্র
  • অভিযুক্তের অফিসে তল্লাশি ইডি-র
  • বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত
  • নয়া তথ্য মিলতে পারে বলে অনুমান গোয়েন্দাদের

গরু পাচার কাণ্ডে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। এবার মূল অভিযুক্ত এনামূল হকের কলকাতার দুটি অফিসে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। সোমবার সকালে কলকাতার বেটিঙ্ক স্ট্রিটের একটি বহুতলে তদন্তে যায় ইডি-র প্রতিনিধিরা। এনামূলের অফিস থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে। এর থেকে গরু পাচার কাণ্ডে নতুন তথ্য মিলতে পারে বলে অনুমান গোয়েন্দাদের।

আরও পড়ুন-ডাক্তার দেখাতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ১ মহিলা-সহ মৃত ৩, জখম আরও ৪ জন

Latest Videos

কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত লালার খোঁজে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। একইদিনে গরু পাচার চক্রের তদন্তে সক্রিয় ইডিও। গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনমূল হকের অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটের দুটি অফিসে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, কয়লা ও গরু পাচারের তদন্তে বেশ কিছু নাম পেয়েছে গোয়েন্দারা। দুটি মামলাতেই নাম রয়েছে এনামূল হক ও লালার। 

আরও পড়ুন-'মিথ্যে বলার জুড়ি নেই', BJP কে তোপ দিতে গিয়ে ভানুর প্রসঙ্গ তুললেন মমতা

সীমান্তে গরু পাচার চক্রে এনামূলের সঙ্গে যোগসাজেশে বিএসএফ কমান্ড্য়ান্চ সতীশ কুমারকে আগেই গ্রেফতার করা হয়েছে। বিএসএফের কর্তাকে গ্রেফতারের পর সীমান্তরক্ষী বাহিনীর আরও কয়েকজন আধিকারিক এই চক্রে জড়িত থাকতে পারে বলে জানতে পেরেছে গোয়েন্দারা। এই দুটি মামলায় সিবিআই যেমন ষড়যন্ত্রের বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে, আর্থিক তছরূপের বিষয়টিও দেখছে গোয়েন্দারা।
 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts