- রাণাঘাটের সভা থেকে বিজেপিকে আক্রমণ
- 'মিথ্যে বলার জুড়ি নেই বিজেপির'
- ভোট এলে সবাইকে বলে চাকরি দেব'
- বিজেপিকে তোপ দিতে গিয়ে ভানুর প্রসঙ্গ মমতার
বিজেপিকে তোপ দিতে গিয়ে ভানুর প্রসঙ্গে মমতা। বিজেপিকে আক্রমণ করতে বাংলার কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্য়োপাধ্য়ের ছবির প্রসঙ্গ টানলেন রাণাঘাটের সভা থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেই গল্প একবার জেনে নেওয়া যাক।
আরও পড়ুন, 'আগে নোট বন্দি-এবার করবে জেল বন্দী', বাংলায় ইডি হানায় BJPকে নিয়ে চাপে মমতা
প্রসঙ্গত, দুই পরিবার উঠেছে রেলের কামড়ায়। সেখানে এক পরিবার খুবই মিথ্য়ে কথা বলে। কালো ধোঁয়া উড়িয়ে ট্রেন ছাড়ে। বাইরে থেকে মিঠে হাওয়া এসে মুখে ঝাপটা দেয়। মিথ্যেবাদীর মনটা চনমন করে ওঠে। ট্রেনের দুলুনির সঙ্গে আয়েশ করে বসে খোশ মেজাজে তিনি গল্প ধরেন। বলেন, আমি একবার একটা বাঘ দেখেছিলাম ,যার লেজটা ১২ হাত লম্বা। ১২ হাত লম্বা লেজ হলে না জানি তাহলে বুঝি ডাউনোসরাসের সাইজের বাঘ। এহেন লেজের সাইজ শুনে মিথ্যেবাদীর স্ত্রী খুক খুক করে কেশে ওঠে। উল্লেখ্য অতিরিক্ত -অবাস্তব লাগাম ছাড়া মিথ্যে বললে বরকে সিগন্য়াল দিতে বউ কাশবে, আগে থেকেই ঠিক ছিল। এরপর বউয়ের কাশি শুনে লেজের সাইজ একলাফে কমিয়ে এনে বলে নানা সাত হাত ছিল। কিন্তু বউ আবারও কাশে। এরপর মিথ্যেবাদীর ধৈর্য কুলোয় না। শেষে ক্ষেপে গিয়ে বলে, 'আমি মিথ্যেটাই বলব।'
আরও বলুন, ' সব মতুয়াই নাগরিক', 'NPR-NRC হতে দেব না' বলে হুঁশিয়ারি মমতার
এই গল্প মনে করিয়ে মমতা বলেন 'মিথ্যে বলার জুড়ি নেই বিজেপির। ভোট এলে সবাইকে বলে চাকরি দেব।' তিনি আরও বলেন,'বিজেপি এখন বিজেপি ভারতীয় জাঙ্ক পার্টি। দুনিয়া অকথ্য-কুকথ্য, বাজে-খারাপ লোকজন এসে জুঁটেছে এখন বিজেপিতে। বিজেপি যেন একটা ওয়াশিং মেশিন। '
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2021, 4:05 PM IST