'পুজোয় শহরে আসছে আরও ৩০ ইলেকট্রিক বাস ', ইকোপার্কে ভেইকেল কার্নিভালে বার্তা পরিবহণ মন্ত্রীর

 নিউটাউন ইকোপার্কে শুরু হল ইলেকট্রিক ভেইকেল কার্নিভাল,এখানে ইলেকট্রিক চালিত গাড়ি টেস্ট ড্রাইভ করার সুযোগ থাকছে। 'ইলেকট্রিক গাড়ি আমাদের ভবিষ্যত', ইকোপার্কে ভেইকেল কার্নিভালে এসে বার্তা দিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

 নিউটাউন ইকোপার্কে (Newtown Ecopark) শুরু হল ইলেকট্রিক ভেইকেল কার্নিভাল ( Elcetric Vehicle Carnival in Ecopark)l। উল্লেখ্য, ৩ তারিখ অবধি বিকেল ৪ টে থেকে ৭ টা ৩০ অবধি এই  কার্নিভাল চলবে। এখানে ইলেকট্রিক চালিত গাড়ি টেস্ট ড্রাইভ করার সুযোগ থাকছে। 'ইলেকট্রিক গাড়ি আমাদের ভবিষ্যত', ইকোপার্কে ভেইকেল কার্নিভালে এসে বার্তা দিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

Latest Videos

এখানে ইলেকট্রিক চালিত গাড়ি টেস্ট ড্রাইভ করার সুযোগ থাকছে

আরও পড়ুন, 'খুব ভালো হয়েছে ভোট ', ভবানীপুর উপনির্বাচন শেষ হতেই প্রিয়াঙ্কাকে চ্যালেঞ্জ ফিরহাদের

এনকেডিএ এর উদ্যেগে নিউটাউন ইকোপার্কে অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রিক ভেইকেল কার্নিভাল। ৩ তারিখ অবধি বিকেল ৪ টে থেকে ৭ টা ৩০ অবধি এই  কার্নিভাল চলবে। এখানে ইলেকট্রিক চালিত গাড়ি টেস্ট ড্রাইভ করার সুযোগ থাকছে।এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হিডকো চেয়ারম্যান তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন এনকেডিএ চেয়ারম্যান দেবাশীষ সেন,  এস সুরেশ কুমার(এডিশনাল চিফ সেক্রেটারি বিদ্যুৎ দপ্তর), রাজনভির সিং কাপুর(এমডি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশন) ,আব্রাহাম স্টেফানোস(সভাপতি বেঙ্গল চেম্বার অফ কমার্স), নিক লো(ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার) , রোয়ান আইন্সওয়ার্থ(অস্ট্রেলিয়ান কনসাল জেনারেল), দেবাশীষ বন্দ্য়োপাধ্য়ায় (এমডি সিইএসসি), অনিমেষ ভট্টাচার্য (সিইও এনকেডিএ)। ফিরহাদ হাকিম এই অনুষ্ঠানের উদ্বোধন করে ইলেকট্রিক চালিত গাড়ি চালিয়ে দেখেন। 

"

 আরও পড়ুন, Flood: বন্যায় প্রভাবিত ২২ লক্ষের বেশি মানুষ, আজই দুর্গতদের কাছে যাচ্ছেন মমতা

২০৩০ এর মধ্যে কলকাতায় ২০০০ ইলেকট্রিক বাস
ফিরহাদ হাকিম বলেছেন, 'ইলেকট্রিক গাড়ি আমাদের কাছে ভবিষ্যত।মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি ইলেকট্রিক স্কুটার চালিয়ে আমি নবান্নে নিয়ে গেছিলাম ।মুখ্যমন্ত্রী নিজে পলিউশন ব্যাপারে অত্যন্ত চিন্তিত।তেলের গাড়ি গুলোকে কমানো এবং ইলেকট্রিক গাড়ি বাড়ানোর দিকে একটা উদ্যেগ আমাদের সরকার নিয়েছে।তারই অংশ হিসাবে আজকে এখানে এই কার্নিভাল। এটা আরও অনেক হবে। ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে বলবো একটু দাম কমিয়ে যাতে মানুষ কিনতে পারে এরকম ব্যবস্থা করতে। সারা কলকাতা জুড়ে আরও বেশি করে চার্জিং পয়েন্ট করবো। সিইএসসি-কেও চার্জ কমানোর জন্য  অনুরোধ জানিয়েছি। পেট্রোল ডিজেলের থেকে অনেক কম হবে।যার ফলে জনপ্রিয়তা বাড়বে এবং আস্তে আস্তে ইলেকট্রিক গাড়ির দিকে কনভার্ড হবে। ২০৩০ এর মধ্যে কলকাতায় ২০০০ ইলেকট্রিক বাস চলবে ওখানে আর কোনও তেলের বাস চলবে না।'

পুজোর মধ্যে আরও ৩০ টি ইলেকট্রিক বাস

ফিরহাদ আরও বলেন,' মার্চ বা এপ্রিলের মধ্যে এক হাজার বাস অলরেডি ৮০ টি বাস চালু হয়ে গেছে। পুজোর মধ্যে আরও ৩০ টি ইলেকট্রিক বাস চালু হয়ে যাবে। আর ও এক হাজার বাস মার্চ কিংবা এপ্রিলের শুরুতে ইলেকট্রিক বাস কলকাতায় চালু করবো এবং ফেস ওয়াইস।কলকাতায় স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন গুলো আছে সেখান থেকে তেলের বাস গুলোকে ডিস্কার্ট করবো এবং সেই বাস গুলোকে আমরা সাবাবসে চালাবো ।ভাড়া ন্যাচারালই কমবে মানে ভাড়াটা অন্তত না কুমুক বাড়বে না এখন তো ভর্তুকি দিচ্চি আমরা। কিন্তু আমরা তো ভাড়াটা আর বাড়াইনি।সুতরাং সেটা আমাদের পক্ষে সুবিধা হবে। আর ভর্তুকি দিতে হবে না। '

বাই সাইকেলে পুজো পরিক্রমা

দেবাশীষ সেন জানান, 'সামানে পুজো আসছে, সেই কারণে এনকেডিএ অভিনভ উদ্যেগ নিয়েছে।পুজো পরিক্রমা হয় বাসে করে টুরিজিয়ম ডিপার্টমেন্ট করে ।এইবার প্রথম আমরা বাই সাইকেলে পুজো পরিক্রমা করানো হবে। দশ তারিখ ষষ্ঠীর দিন সকাল আট টায় বিশ্ববাংলা গেট থেকে যে যে সাইকেল নিয়ে আসবেন সল্টলেকের বিভিন্ন পুজো  সাইকেল চালিয়ে দেখে নেওয়া হবে এনকেডিএ তরফ থেকে গাইড থাকবে।পরিবেশ সচেতন হন সাইকেল চালান ইলেকট্রিক গাড়ি চালান ।পরিবেশকে দূষণ করবেন না।'

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি