টিচার্স ট্রেনিং সেন্টারে বিভিন্ন চাকরিমুখী কোর্স করিয়ে টাকা নেওয়া হত বলে খবর। শনিবার সকালে মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারের অফিসে ইডি-র হানা।
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। তাঁকে কড়া জিজ্ঞাসাবাদ করে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একাধিক আর্থিক তছরুপের সন্ধান পেয়েছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সেই সূত্র ধরেই এবার মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠ ব্যক্তির শিক্ষক প্রশিক্ষণ সেন্টারের অফিসে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৫ সেপ্টেম্বর, শনিবার সকালে মহিষবাথানের ওই ট্রেনিং সেন্টারে হানা দেন ইডি অফিসাররা। শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে এই ট্রেনিং সেন্টারের যোগসাজেশ রয়েছে বলে সন্দেহ কেন্দ্রের তদন্তকারীদের।
ইডি আধিকারিকদের বক্তব্য, শিক্ষক প্রশিক্ষণ সেন্টারটির অফিসে চাকরিপ্রার্থীদের থেকে বড় অঙ্কের টাকা নিয়ে চাকরি পাওয়ার বিভিন্ন ধরনের কোর্স করানোর প্রতিশ্রুতি দেওয়া হত। এইভাবে ওই শিক্ষানবিসদের চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে সন্দেহ করছেন ইডি আধিকারিকরা। ওই ট্রেনিং সেন্টারটিতে সত্যিই কি কোনও কোর্স করানো হত, অথবা, চাকরিপ্রার্থীদের মধ্যে কেউ কি ওখানে যোগ দিয়ে সত্যিই চাকরি পেয়েছিলেন, কিংবা চাকরিপ্রার্থীরা ওই সেন্টারে যোগ দিতে কত টাকা করে দিতেন, এই প্রশ্নগুলিই বর্তমানে ইডি অফিসারদের তদন্তের বিষয় বলে জানা গেছে। শনিবার সকালে মহিষবাথানের ওই অফিসে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখানে পৌঁছে দেখা যায় যে, ট্রেনিং সেন্টারের দরজা বন্ধ। অফিসের চাবিও পাওয়া যায়নি বলে খবর। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বহু দিন ধরেই এই অফিসটা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে।
গত মঙ্গলবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থার সূত্রে জানা গেছে, মানিকের যাদবপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে সিডি বন্দি কয়েকশো চাকরিপ্রার্থীর নামের তালিকাও। প্রাথমিক ভাবে জানা গেছে যে, ওই তালিকায় থাকা ৯০ শতাংশ প্রার্থীই চাকরির জন্য মনোনীত হয়েছিলেন। বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য রাজ্যে বিভিন্ন সময়ে প্রকাশিত হওয়া চাকরিপ্রার্থীদের প্যানেলও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, মানিকের বাড়িতে কী ভাবে এবং কেন ওই নামের তালিকা এল, তার উত্তরও খুঁজছে ইডি। এবার এই শিক্ষক প্রশিক্ষণ শিবিরের সঙ্গে ওই তালিকার কোনও যোগ রয়েছে কিনা, তাও এখন তদন্তের অন্দরে।
আরও পড়ুন-
মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার কয়েকশো চাকরিপ্রার্থীর নাম, সিডিতে নথিভুক্ত নামের তালিকা বের করল ইডি
মেরামতির কাজের জেরে বাতিল একের পর এক লোকাল ট্রেন, সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে অনেক ট্রেনের যাত্রাপথও
‘হ্যাগরিড’-হারা হগওয়র্টস! চলে গেলেন বিখ্যাত চরিত্রাভিনেতা রবি কোলট্রেন