পুলিশের জালে এবার ভুয়ো 'ডেপুটি ডিরেক্টর'। গাড়ির মালিককে গ্রেফতার করা হয় এবং তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে।
পুলিশের জালে এবার ভুয়ো 'ডেপুটি ডিরেক্টর'। তবে এবার যে সে জায়গার নয়, অপরাধী একেবারে বেছে বেছে 'ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো'কে পছন্দ করলেন। তবে শেষ অবধি রক্ষা হল না। রাজ্য-কেন্দ্রের জোড়া ভুয়ো স্টিকার এবং নেমপ্লেটই কাল হল অপরাধীর।
আরও পড়ুন, ওড়নার আড়ালেই চলত মাদক পাচার, বারুইপুরে ১ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার মহিলা
বুধবার রাতে বাইপাসের এক ধাবার ধারে প্রগতি ময়দান থানার পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো একটি গাড়ি দেখতে পায়। এবং সেই গাড়ি নিচের দিকে একটি প্লেটে ডেপুটি ডিরেক্টর অফ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল বিউরো লেখা ছিল দেখতে পায় পুলিশ। তাদের সন্দেহ হয় এবং তারা গাড়িটাকে আটক করে। গাড়ির যে মালিক তিনি গাড়ির ভেতরেই ছিলেন নাম গোলাম রব্বানী। জানা গিয়েছে তাঁর বয়েস ৪০ বছর। তারপর পুলিশ তদন্ত করে জানতে পারে এই দুটো স্টিকারই ভুয়ো। তারপর গাড়ির মালিককে গ্রেফতার করা হয় এবং তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে।
পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, গাড়িতে স্টিকার লাগিয়ে তিনি কেন ঘুরছিলেন এবং তার পেছনে আর কী কী কারণ রয়েছে সেই কারণে পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে রাখার আদালতের কাছে অনুরোধ রাখা হবে। প্রসঙ্গত, ভোটের পর থেকে ভুয়ো আইএএস দেবাঞ্জন কাণ্ড ফাঁস হবার পর থেকেই নড়ে বসেছে রাজ্য প্রসাশন। শহরের রাস্তায় কড়া নজর রাখা হচ্ছে নীল বাতি গাড়ি কিংবা রাজ্য-কেন্দ্রের নামে লেখা স্টিকার এবং নেমপ্লেটে। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এতে সহয়োগিতাও করছে প্রকৃত নীলগাড়ির বড় কর্তারা। তবে মাঝে মাঝে মধ্যে বেগতিক দেখলে পুলিশ গাড়ি থামাতেই ধরা পড়ছে একের পর এক ভুয়ো গুণধরেরা। কখনও আইপিএস বা ভারত সরকার-রাজ্য সরকারের শীর্ষ পদে নামাঙ্কিত করে গাড়ির উপরে রাখছে দুষ্কৃতিরা। এখনও অবধি একাধিক প্রতারকের পর্দা ফাঁস করেছেন কলকাতা ও রাজ্য পুলিশ।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস