রাতের কলকাতায় চলন্ত গাড়িতে দাউদাউ করে জ্বলে উঠল আগুন, দেখুন ভয়ংকর ভিডিও

Published : Aug 05, 2021, 10:51 PM IST
রাতের কলকাতায় চলন্ত গাড়িতে দাউদাউ করে জ্বলে উঠল আগুন, দেখুন ভয়ংকর ভিডিও

সংক্ষিপ্ত

নিউটাউনে চলন্ত চারচাকা গাড়িতে আগুন ধরে যায়। অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক সহ মোট তিনজন যাত্রী।  

রাতের কলকাতায় ভয়াবহ ঘটনা। নিউটাউনে (Newtown) চলন্ত চারচাকা গাড়িতে (Car) আগুন (Fire) ধরে যায়। অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক সহ মোট তিনজন যাত্রী। কোনও রকমে গাড়ি থেকে নেমে পালান তাঁরা। স্থানীয় সূত্রে খবর নিউটাউন নারকেল বাগানের দিক থেকে সাপুরজি দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। 

সিরিজ বাগানের কাছে আসতেই গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে নেমে যায় গাড়িতে থাকা তিনজন। এরপরই দাউদাউ করে আগুন লেগে যায় গাড়িতে। ঘটনাস্থলে দ্রুত পৌছয় দমকলের দুটি ইঞ্জিন। কোনও রকমে আগুন আয়ত্বে আসে। 

বাড়ির সদর দরজায় ছোট্ট কিছু পরিবর্তন, ফিরিয়ে দেবে আপনার অর্থ ভাগ্য

Vastu Tips: বেডরুমের এক কোণায় রেখে দিন নুন, সংসারে ফিরবে শান্তি-সমৃদ্ধি

সূর্যের গা থেকে ছিটকে বেরোচ্ছে আগুনের গোলা, ভয়ঙ্কর সুন্দর ভিডিও প্রকাশ করল নাসা

আগুন নেভাতে গিয়ে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। রাস্তায় গাড়িতে আগুন লেগে যাওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। অফিসফিরতি মানুষ বেশ সমস্যায় পড়েন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?