নজরে বেহালা-মহেশতলা, জল জমায় সিপিএম-র পার্টি অফিস সরাতে বললেন ফিরহাদ

  • গার্ডেনরিচ  পাম্পিং স্টেশনে  মিটিংয়ে ফিরহাদ
  • নজরে বেহালা-মহেশতলার বেহাল ড্রেনেজ ব্যবস্থা  
  • কালভার্ট উচু করলেই  জমা জল  খালে প্রবেশ করবে 
  • জল জমায় সিপিএম-র পার্টি অফিস সরানোর সিদ্ধান্ত 


বুধবার গার্ডেনরিচ পাম্পিং স্টেশন  ইঞ্জিনিয়ারদের নিয়ে মিটিং করলেন ফিরহাদ হাকিম। মূলত উদ্দেশ্য বেহালা ও মহেশতলার বেহাল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে। এছাড়া উপস্থিত ছিলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস ও কলকাতা কর্পোরেশনের আধিকারিক তারক সিং। 

আরও পড়ুন, ভুয়ো IAS-র ফাঁদে মিমিও, কসবার বেআইনি ভ্যাকসিনেশন ক্যাম্পের পর্দা ফাঁস  

Latest Videos

 


সেখানে মিটিং করার পরে ফিরহাদ হাকিম চলে যান আখড়া সন্তোষপুর এর স্টেশন সংলগ্ন কালভার্ট দেখতে যেই কালবাট নিয়ে মূলত সমস্যা। এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন সেখানে রেলের আধিকারীকরা। ফিরহাদ হাকিম জানান,'  তিনি রেলকে  দু'বছর আগে বলেছিলেন এই কালভার্ট উঁচু করার জন্য। কারণ বেহালা মহেশতলা  নিউআলিপুরের জমা জল এই কালভার্টের নিচে দিয়ে খালের মধ্যে প্রবেশ করে। কিন্তু এই কালভার্ট উঁচু করতে গেলে যেটা সমস্যা হচ্ছিল সেটা হল একটি সিপিএম পার্টি অফিস। সেই সিপিএম পার্টি অফিসে এদিন ফিরহাদ হাকিম যান । এবং সেখানে সিপিএমের লোকজনের সঙ্গে কথা বলেন। তারা সিপিএম পার্টি অফিসটি সরিয়ে নেওয়াতে রাজি হয়েছে। এই পার্টি অফিস সরে গেলে রেলের যেই কালভার্ট সেগুলো উচু করে দিলেন সমস্যা মিটে যাবে। কারণ তখন জলের বেগও বেড়ে যাবে কালভার্টের নিচ থেকে।

 

 

আরও দেখুন, 'নাক গলাচ্ছেন রাজ্যপাল', বিল ইস্যুতে ক্ষোভ উগরে ওম বিড়লার কাছে অভিযোগ বিধানসভার স্পিকারের 

 

 

প্রসঙ্গত চলতি সপ্তাহেই বেহালায় জল জমে বেহাল দশা প্রসঙ্গে ফিরহাদ বলেছিলেন, ' কিছু পকেটে হাজার চেষ্টা করেও জল নামেনি। আমি আগেও বেহালার মানুষের  কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম জল জমার কারণে। এভাবে মানুষকে নিয়ে খেলা করা যায় না। কেআইপি-কে টাইম বেধে দিয়েছি। কাজ শেষ করতে হবে। সেদিন আচমকাই  নাম না করে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দোপাধ্যায়কে নিশানা করে বলেন, যেটা মন্ত্রীকে ৩ বছর বলা সত্ত্বেও কিছু হয়নি। কিছু জায়গায় আমাদেরও গাফিলতি আছে।'

 

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ