বিশ্বজুড়ে সোনার দাম এবার বাড়ল। বিয়ে তথা উৎসবের মরসুমে সোনার দাম বেড়ে মধ্য়বিত্তের কপালে হাত। যাদের বংশ পরস্পরায় মূলত সোনার গয়না শুধু হাত বদল হয়ে এসেছে, তাদের মুখে অবশ্য় হাসি। তবে সোনার দাম বেড়ে যাওয়ার অন্য়তম কারণ ইরানে মার্কিন হামলা। তার প্রভাব কলকাতাতেও পড়ল। শনিবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম এক লাফে বেড়ে হল সাড়ে ৮০০ টাকা। এবার সোনার দাম, ৩ শতাংশ হারে জিএসটি যোগ করলে ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম ছাড়াবে ৪১ হাজার টাকা।
আরও পড়ুন, ভারী বৃষ্টির সম্ভাবনা শহরে, রবিবার থেকে জাঁকিয়ে শীত কলকাতায়
কলকাতায় গহনা সোনার দাম একলাফে ৮০০ টাকার মতো বেড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের চাপান-উতর অব্যাহত থাকলে বাজার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা । শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কাদ্স ফোর্সের জেনারেল কাসেম সোলেমানির। এরপরই কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ইরান সরাসরি যুদ্ধের প্রসঙ্গ না তুললেও , হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তারাও যে সবরকম ভাবে প্রস্তুত রয়েছে। । তাই পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে সোনার দাম কমার কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই মনে করেছেন, ব্য়বসায়ী মহল।
ইরানে মার্কিন হামলার পর বিশ্ব জুড়ে তেলের দাম বেড়েছে, আর তার প্রভাব পড়েছে ভারতেও। তাই আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে তবেই সোনার দাম কমবে বলে আশা রেখেছেন ব্য়বসায়ীরা। আপাতত তাই তেমন কোনও দাম কমার সম্ভাবনা নেই গহনা সোনার।