'প্রত্যেকেই প্রশংসার দাবি রাখে', অনূর্ধ্ব-১৯ ভারতের বিশ্বকাপ জয়ে টুইট শুভেচ্ছা রাজ্যপালের

ফের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করল ভারত। ২০০০, ২০০৮, ২০১২,২০১৮ এর পর এই নিয়ে ৫ বার ট্রফি জিতল তাঁরা। টুইট করে গোটা টিমকে প্রশংসা এবং অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

 

ফের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করল ভারত (U19 World Cup 2022)। ২০০০, ২০০৮, ২০১২,২০১৮ এর পর এই নিয়ে ৫ বার ট্রফি জিতল তাঁরা।সারাদেশ থেকে আসছে শুভেচ্ছা বার্তা।  টুইট করে গোটা টিমকে প্রশংসা এবং অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)।

 

Latest Videos

এই নিয়ে ৫ বার ট্রফি জিতল তাঁরা

রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে জানিয়েছেন,'অনূর্ধ্ব-১৯ ভারতের বিশ্বকাপ জয়ে শ্বাসরুদ্ধকর পারফরমেন্সের জন্য জানাই অভিনন্দন। এই দলের প্রতিটি সদস্য এবং স্টাফদের সমর্থন প্রশংসার দাবি রাখে', বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করল দেশ। শনিবার ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতল ভারত। মূলত ২০০০, ২০০৮, ২০১২,২০১৮ এর পর এই নিয়ে ৫ বার ট্রফি জিতল তাঁরা। এবং শেষ নটি বিশ্বকাপে ৭বার ফাইনালে পৌঁছেছিল ভারত। 

আরও পড়ুন, পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঘরে তুলল ভারত, শুভেচ্ছা সৌরভ-উন্মুক্তের

আরও পড়ুন, রাজ-রবিদের দুরন্ত পারফর্ম্যান্স, ফের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় ভারতের

ফের জ্বলে ওঠেন রবি

প্রসঙ্গত, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তবে টম প্রেস্টের সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। ম্যাচের শুরু থেকেই দারুন ছন্দে ছিলেন রবি কুমার। দ্বিতীয় ওভারেই তিনি ওপেনার জ্যাকব বেথেলকে তুলে নেন। বল সোজা গিয়ে তাঁর প্যাডে লাগে। চতুর্থ ওভারেও ফের সাফল্য আসে। রবি কুমারের কাছে ময়দানে বশ্যতা শিকার করে দারুণ ফর্মে থাকা টম প্রেস্ট। অফস্ট্যাম্পে থাকা হাফভলি বলে কাট করতে গিয়েই কাল হয়। বল ব্যাটের কোনায় লেগে উইকেট ছুয়ে ফলে। এরপর শুরু হয় রাজ্যের দুর্দান্ত পারফরমেন্স। তিনি পরপর জর্জ থমাস,  উইলিয়াম লাক্সটন, জর্জ বেল, রেহান আহমেদের উইকেট তুলে নেন। সামান্য কিছুটা প্রতিরোধ গড়ার পর ফিরে যান অ্যালেক্স হর্টনও। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে তখন অবস্থা খারাপ ইংল্যান্ডের। যদিও এরপরে লড়াই চালিয়ে যান রিউ এবং সেলস জেমস। অষ্টম উইকেটে দুইজনের জুটি ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরায়। কিন্তু ফের জ্বলে ওঠেন রবি। বাংলার পেসারের বল মিড দিয়ে ওড়াতে গিয়ে আউন হন রিউ। রিউ ফেরার পর ৫ রানের মধ্য়েই ইংল্যান্ডের বাকি দুই উইকেটের পতন হয়। 

অসাধারণ পারফর্ম করেছেন রাজ, রবিরা

এই ম্যাচে সবথেকে ভালো পারফর্ম করেছেন রাজ বাওয়া। প্রকৃত অলরাউন্ডারের দায়িত্ব পালন করেছেন রাজ। বোলিংয়ে ৩১ রানে ৫ উইকেট তুলে নেন। এবং ব্যাটিংয়ে ৫৪ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন তিনি। আর এভাবেই বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রাজ। ফাইনালের বেশিরভাগ লাইমলাইটাই তাঁর দিকে। তবে বাংলার রবি কুমারের পারফরম্যান্সও অসাধারণ।  নিজের প্রথম ও শেষ স্পেলে তিনি ইংরেজ ব্যাটারদের উদ্বেগে ফেলে দিয়েছেন। আর এই পারফরম্যান্স ক্রিকেট সমর্থকদের মনে রয়ে যাবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত থেকেই শেষ করল ভারত। একটি ম্যাচেও হারেনি তারা। তাই স্বাভাবিকভাবেই সারাদেশ থেকে আসছে শুভেচ্ছা বার্তা।

Share this article
click me!

Latest Videos

সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das
এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
'এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে' Chinmoy Krishna Das-এর মুক্তির দাবীতে উত্তাল Kolkata
Suvendu Adhikari : বাংলাদেশের ইউনূসকে যা বলল শুভেন্দু! #shorts #suvenduadhikari #bangladeshcrisis