করোনা সন্দেহে বেঘোরে মৃত্যু শুভ্রজিতের, মিডল্যান্ড হাসপাতালকে ৫ লক্ষ টাকা জমার নির্দেশ

  • ইছাপুরের শুভ্রজিৎ চট্টোপাধ্য়ায়ের মৃত্যু তদন্ত
  • পাঁচটি হাসপাতাল ঘুরে মৃত্যু হয়েছিল শুভ্রজিতের
  • মিডল্যান্ড হাসপাতালকে ৫ লক্ষ টাকা জমার নির্দেশ
  • স্বাস্থ্যকমিশনে টাকা জমার নির্দেশ
     

Asianet News Bangla | Published : Sep 10, 2020 3:09 PM IST / Updated: Sep 10 2020, 09:00 PM IST

শুভজিৎ পুততুণ্ড, বারাসত-ইছাপুরের উচ্চমাধ্য়মিক ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্য়ায়ের মৃত্যু তদন্তে বেলঘরিয়ার মিডল্যান্ড হাসপাতালকে কাঠগড়ায় তুললো স্বাস্থ্য কমিশন। বৃহস্পতিবার শুনানিতে মিডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ লক্ষ টাকা স্বাস্থ্য কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি, মিডল্যান্ড হাসপাতালকে হলফনামা জমা দেওয়ার দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিককে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুন-তোলাবাজি থেকে রেহাই পেলেন না খোদ দলীয়কর্মী, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

করোনা আবহের মধ্য়ে গত ১০ জুলাই পাঁচটি হাসপাতাল ঘুরে বেঘোরে মৃত্যু হয়েছিল ইছাপুরের তরতাজা ছেলে শুভ্রজিৎ চট্টোপাধ্য়ায়ের। কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছিল শুভ্রজিতের। ছেলের চিকিৎসার জন্য চূড়ান্ত হয়রানির শিকার হয়েছিলেন দম্পতি। সেই ঘটনায় হাইকোর্টে মামলা হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ৪টি মামলা হয়। মামলা ওঠে রাজ্য স্বাস্থ্য কমিশনে।

আরও পড়ুন-কাশফুল ফুটলেও শোরগোল নেই দুর্গা পুজোর, রোজগার অনিশ্চিত তমলুকের ঢাকিদের

বৃহস্পতিবার ভার্চুয়ালে মামলার শুনানি হয় স্বাস্থ্য কমিশনে। ইছাপুরের বাড়ি থেকে মামলায় উপস্থিত থাকেন শুভ্রজিতের বাবা-মা। মামলায় মিডল্যান্ড হাসপাতালকে ৫ লক্ষ টাকা স্বাস্থ্য কমিশনে জমা রাখার নির্দেশ দেওয়া হয়। শুভ্রজিতের মা বলেন, সঠিক তথ্য়প্রমাণ ছাড়াই আদালতে সওয়াল জবাব করেন মিডল্যান্ড হাসপাতাল পক্ষের আইনজীবী। ওই দিনের ঘটনায় শুভ্রজিতের নমুনা পরীক্ষা 'কোভিড পজিটিভ' লিখেছিল মিডল্যান্ড কর্তৃপক্ষ। কিন্তু এদিন মামলার সময় আইনজীবী দাবি 'কোভিড সাসপেক্টিভ'। মিডল্যান্ড হাসপাতালকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন।

আরও পড়ুন-পঞ্চায়েত অফিসে তালাবন্দি উপপ্রধান সহ তৃণমূলের ১৩ জন, হাওড়ার ডোমজুড়ে উত্তেজনা

Share this article
click me!