আগামী ২৪ ঘন্টা প্রবল বর্ষণ রাজ্যে, ২৫ জুলাই অবধি মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ


 উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টা প্রবল বর্ষণের পূর্বাভাস সারা বাংলায়।  
 

Asianet News Bangla | Published : Jul 23, 2021 5:09 AM IST / Updated: Jul 23 2021, 10:42 AM IST


শুক্রবার শহর এবং শহরতলির আকাশ সারাদিন মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে  আগামী ২৪ ঘন্টা প্রবল বর্ষণের পূর্বাভাস।  ২৫ জুলাই অবধি  মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন, দার্জিলিং চিড়িয়াখানা আলো করে এল শিশু রেডপান্ডা, 'ইয়েশি'কে নিয়ে আনন্দে মেতে বাবা 'পাবু' 

 

 

 আলিপুর আবহাওয়া দফতরের  অধিকর্তা সঞ্জীব গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা   রাঁচি, বালাশোর হয়ে বঙ্গপোসাগর সাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গের হালকা মাঝারি বৃষ্টি হবে আগামী ২৪ ঘন্টা। ভারী বৃষ্টি হবে আগামী ২৪ ঘন্টা উপকূলের দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর,  পুরুলিয়া, বাঁকুড়াতে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি হবে। নিম্নচাপ যেহেতু বঙ্গোপসাগরে আছে তাই  ২৫ জুলাই অবধি মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা সমুদ্রে গেছে, তাঁদেরকে ফিরে আসতে বলা হয়েছে।

আরও পড়ুন, রাজ্যের শিক্ষকদের জন্য বড় উপহার মমতার, বাড়ির পাশেই বদলি পেতে নয়া প্রকল্প 'উৎসশ্রী'

 


হাওয়া অফিস জানিয়েছে,  শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা   ৩৩.৯ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.৯  ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।  বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা   ৩৩.৯ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৮ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

  

Share this article
click me!