Post Poll Violence: ঘরছাড়া পরিবারকে ফেরানোর নির্দেশ হাইকোর্টের, ফের চাপের মুখে রাজ্য

Published : Aug 11, 2021, 05:22 PM ISTUpdated : Aug 11, 2021, 05:24 PM IST
Post Poll Violence: ঘরছাড়া পরিবারকে ফেরানোর নির্দেশ হাইকোর্টের, ফের চাপের মুখে রাজ্য

সংক্ষিপ্ত

ভোট পরবর্তী হিংসার মামলায় বাংলার ঘর ছাড়া পরিবারগুলিকে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।একই সঙ্গে ৪৫ দিনের মধ্য়ে গোটা ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।  

ভোট পরবর্তী হিংসার মামলায় বাংলার ঘর ছাড়া পরিবারগুলিকে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফের চাপের মুখে পড়ল রাজ্য প্রশাসন। ডায়মন্ড হারবারের ঘরছাড়া পরিবারগুলিকে অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে বাড়ি ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন, Tripura:'রোজই আমাদের নামে এখানে মামলা হয়, ২-৪ টে হোক না ওদের নামেও', দাবি সায়ন্তনের

উল্লেখ্য, তৃণমূলের যুবরাজ অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোটের পর থেকে বিজেপি করার অপরাধে একাধিক পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরেই মামলা দায়ের করেন আট বাসিন্দা। কিন্তু জল গড়ায় অনেক দূর। অভিযোগকারীদের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের করেন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা।  সূত্রের খবর জাতীয় মানবধিকার কমিশনের কাছেও অভিযোগ দায়ের করেছিলেন মামলাকারী। কিন্তু মেলেনি সমাধান। এদিকে তাঁর নিজের বাড়িতেও ফিরতে পারছিলেন না। রোজগারও বন্ধ থাকে। এবার এই মামলার শুনানি চলাকালীন বুধবার বিচারপতি রাজা শেখ মান্থা ডায়মন্ড হারবার জেলা পুলিশকে নির্দেশ দেন। এখনই পর্যাপ্ত ব্যবস্থা করে ঘরে ফেরাতে হবে ওই পরিবারগুলিকে। একই সঙ্গে ৪৫ দিনের মধ্য়ে গোটা ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন, Khadya Bhavan: মেধা তালিকা মেনে হয়নি নিয়োগ, অবস্থান বিক্ষোভে চাকরি প্রার্থীরা

প্রসঙ্গত, ভোটের পর সারা বাংলা জুড়েই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনে বিজেপি। নন্দীগ্রাম সহ একাধিক এলাকার কার্যালয়, বাড়ি ঘর, পরিবারের উপর হামলা, কার্যকর্তা, নেতা খুনের ঘটনা ঘটে। রাজ্যে এরপর পরিদর্শনে আসে জাতীয় মানবধিকার কমিশন। ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মানবধিকার কমিশন। রিপোর্টে দাবি করা হয়েছে যে প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। তবে এই রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে তৃণমূল। বরাবরাই এই ইস্যুতে শুভেন্দু-শাহের পাশপাশি সরব ছিলেন রাজ্যপাল। 


 আরও পড়ুন, Delhi: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল, কী নিয়ে আলোচনা, জল্পনা তুঙ্গে
রাজ্যের আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় পুলিশ কার্যত কিছু করছে না বলেই অভিযোগ উঠে এসেছে। ভোটের ফল প্রকাশের পর তিনি নিজের বক্তব্যের সাপেক্ষে ভিডিও এবং অভিযোগপত্রও তুলে ধরেন।   রাজ্যপাল বলেছিলেন, 'ভোট পরবর্তী হিংসা যেভাবে চলছে, তা মানবতাকে লজ্জা দেবে। পুলিশ কিছুই করছে না। ফলে সাহস বাড়ছে। পুরোটাই বিরোধীদের শাস্তি দিতে করা হচ্ছে। ' একাধিকবার শুভেন্দু সঙ্গে বৈঠক সেরে শাহ-র সঙ্গে সাক্ষাতে ভোট পরবর্তী হিংসার ইস্যুতে দিল্লি সফরে যান। যদিও এতকিছু পরেও বাড়িতে ফিরতে পারেননি মামলাকারীরা। শেষ পর্যন্ত এবার বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট।

   আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ