ট্রেনে উঠলেই মহিলাদের দেওয়া হবে নম্বর, যাত্রী সুরক্ষায় 'সহেলি' আনল রেল

  • ভারতীয়  রেলে মহিলা যাত্রী সুরক্ষায় নতুন উদ্য়োগ
  •  দূরপাল্লার ট্রেনে মহিলাদের সুরক্ষায় 'সহেলি' আনল রেল
  • ট্রেনে সহেলি-র মাধ্য়মে আরপিএফ কর্মীদের সঙ্গে যোগ
  • সারা যাত্রাপথে মহিলাদের সঙ্গে নিয়মিত ব্রডকাস্ট গ্রুপে কথা  

ভারতীয়  রেলে মহিলা যাত্রী সুরক্ষায় নতুন উদ্য়োগ। দূরপাল্লার ট্রেনে মহিলাদের সুরক্ষায় 'সহেলি' আনল দক্ষিণপূর্ব রেল। ট্রেনের মধ্য়েই সহেলি-র মাধ্য়মে আরপিএফ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন মহিলারা। সারা যাত্রাপথে মহিলাদের সঙ্গে নিয়মিত ব্রডকাস্ট গ্রুপের মাধ্য়মে যোগাযোগ থাকবে নিরাপত্তারক্ষীদের।

কেন্দ্রের হাতে তথ্য নেই কেন, মোদী সরকারকে টুইট খোঁচা মমতার

Latest Videos

দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, দূরপাল্লার প্রত্যেক ট্রেনেই এই ব্যবস্থা চালু হচ্ছে। বার বার ট্রেনে মহিলাদের হেনস্থার ঘটনায় নতুন কোনও চিন্তা ভাবনা করছিল রেল। এবার ব্রডকাস্ট গ্রুপ খুলে সেই পথেই হাঁটল রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ট্রেনের মহিলা যাত্রীদের ফোন নম্বর নিয়ে তৈরি হবে ব্রডকাস্ট গ্রুপ। ট্রেনে উঠতেই মহিলা যাত্রীদের থেকে নম্বর নেবেন মহিলা আরপিএফ কর্মীরা। নিজেদের নম্বরও তারা মহিলা যাত্রীদের দিয়ে যাবেন।

সংসার চালাতে ৫৩ লক্ষ টাকা চেয়েছিলেন রাজ্যপাল, সাফ 'না' শোনাল নবান্ন

যাত্রাপথে কোনও ধরনের নিরাপত্তার সমস্যা হলেই সেই গ্রুপে আরপিএফ কর্মীদের যোগাযোগ করতে পারবেন মহিলারা। একই সঙ্গে একটি নির্দিষ্ট সময় অন্তর মহিলা যাত্রীদের থেকে পরিস্থিতির খবর রাখবেন নিরাপত্তারক্ষীরা। মহিলা যাত্রীদের এমারজেন্সি নম্বরের মাধ্যমেই হবে সব যোগাযোগ। 

সংঘাত এড়াতে সংসারের বার্তা, অক্টোবরে দিলীপ-মুকুলদের নিয়ে বৈঠকে বসছেন অমিত শাহ
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar