সংক্ষিপ্ত

  • সংসদে মোদী সরকারের বক্তব্য়কে হাতিয়ার
  • এবার রাজনীতির ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী
  •  পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর তথ্য় দিতে পারেনি কেন্দ্র
  •  যা শুনে সরকারকে সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী 
     

সংসদে মোদী সরকারের বক্তব্য়কে হাতিয়ার করে এবার রাজনীতির ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সম্প্রতি সংসদে শ্রমিক স্পেশ্যালে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর তথ্য় দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। যা শুনে সরকারকে সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। 

সংসার চালাতে ৫৩ লক্ষ টাকা চেয়েছিলেন রাজ্যপাল, সাফ 'না' শোনাল নবান্ন

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন,বাদল অধিবেশনে কেন্দ্রের স্বরূপ যেভাবে প্রকাশ্যে এসেছে, তাতে আমি স্তম্ভিত। বেশিরভাগ প্রশ্নে কেন্দ্র বলেছে, তাঁদের কাছে কোনও তথ্য নেই। প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার আছে। সরকার মানুষের কাছে দায়বদ্ধ। কদিন আগেই সংসদের বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকপ্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

পুজোর আগে মেট্রো চালুর ভাবনা রবিবারেও, পাতালরেলের পরিষেবায় একগুচ্ছ নয়া পরিকল্পনা

শ্রমিক স্পেশ্যাল ট্রেনে কতজন শ্রমিকের মৃ্ত্যু হয়েছে, সেই নিয়ে সরব হন তাঁরা। যদিও এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। তিনি জানান,লকডাউনের পর বাড়ি ফেরার পথে কতজন শ্রমিকের মৃত্যু হয়েছে, তার তথ্য় কেন্দ্রীয় সরকারের কাছে নেই। এরপরই শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে মোদী সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। এদিন সেসব নিয়েই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা। 

সংঘাত এড়াতে সংসারের বার্তা, অক্টোবরে দিলীপ-মুকুলদের নিয়ে বৈঠকে বসছেন অমিত শাহ.