করোনা মোকাবিলায় উড়ান না পাওয়ার আশঙ্কা, যাদবপুর ছাড়লেন জাপানি পড়ুয়ারা

  • করোনা আতঙ্কের জেরে কলকাতা ছাড়লেন,১২ জন জাপানি পড়ুয়া  
  •  জাপানগামী উড়ান পরে না মেলার আশঙ্কায় শহর ছাড়লেন তাঁরা 
  • ওই জাপানি পড়ুয়া যাদবপুরে বাংলা ভাষা ও সংস্কৃতি শিখতে আসেন 
  •  এদিকে কোর্স শেষ হবার আগেই ওই জাপানি পড়ুয়ারা দেশে ফিরলেন  
     

Ritam Talukder | Published : Mar 4, 2020 5:50 AM IST

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের জেরে যাদবপুরে ক্লাস করতে আসা জাপানি পড়ুয়া কলকাতা ছাড়লেন। ভারত থেকে এরপরে জাপানে যাওয়ার বিমান পেতে অসুবিধা হওয়ার আশঙ্কায় যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের  ১২ জন জাপানি পড়ুয়া নিজের দেশে ফিরে গেলেন। 

আরও পড়ুন, আম্রমুকুল আর পলাশ জানান দিচ্ছে বসন্তের, দোল উৎসবে মাতবে এবার শহর ও শান্তিনিকেতন

সূত্রের খবর, টোকিয়ো ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ থেকে ওই ১২ জন জাপানি পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি শিখতে আসেন। যাদবপুরের বাংলা বিভাগে অধ্য়াপক রাজেশ্বর সিনহার অধীনে বাংলা ভাষা, রান্না করা, বাংলা গান থেকে শুরু করে কবিতা সবই শিখছিলেন গত এক মাস ধরে ওই পড়ুয়ারা। করোনা নিয়ে বিপর্যয়ের আশঙ্কায় কয়েকদিন আগে তারা দেশে ফিরে যেতে চান বলে বিশ্ববিদ্য়ালয়ের কাছে আবেদন করেন।

আরও পড়ুন, প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে, আজ বিকেলে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ডেপুটি রেজিস্ট্রার সঞ্জয়গোপাল সরকার এবিষয়ে জানিয়েছেন, 'আবেদনে করোনার কথা জানিয়ে ফিরে যেতে চেয়েছেন ওঁরা। আমরাও বাধা দিইনি। ওঁরা সুস্থ থাকুন।'ওই জাপানি পড়ুয়াদের মধ্য়ে একজন জানিয়েছেন, ইতিমধ্য়েই চিনের ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। জাপানেও করোনা আতঙ্ক ক্রমশই ছড়াচ্ছে। এদিকে আগামী ৮ মার্চ তাদের কোর্স শেষ হচ্ছে। সেই সময় যদি দেশে ফেরার ফ্লাইট না মেলে, সেই আশঙ্কাতেই  কোর্স শেষ হবার আগেই তারা ফিরে যেতে চেয়েছেন।

আরও পড়ুন, বিমানে উঠতেই বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

Share this article
click me!