করোনার কোপ, কর্পোরেটে বড়সড় চাকরি পেয়েও হারাল যাদবপুরের ১২ জন পড়ুয়া

  • যাদবপুরের ১২ পড়ুয়াকে নিয়োগপত্র দিয়েও প্রত্যাহার এক কর্পোরেট সংস্থার 
  • মূলত করোনা ও লকডাউনের জেরে ওই কর্পোরেট সংস্থাটি এই সিদ্বান্ত নিয়েছে 
  •  চলতি বছরেই ১২ জন পড়ুয়ার ব্যাঙ্গালোরে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল 
  • যদিও বাকি এখনো পর্যন্ত যারা যারা প্লেসমেন্ট পেয়েছেন তাদের সবার চাকরি সুরক্ষিত আছে 

Ritam Talukder | Published : May 2, 2020 8:07 AM IST


লকডাউন ও করোনার কোপে এবার চাকরি পেয়েও হারাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ১২ জন পড়ুয়া চাকরির নিয়োগপত্র পেলেও তাদের থেকে সেই নিয়োগ পত্র প্রত্যাহার করে নিয়েছে একটি কর্পোরেট সংস্থা। 

আরও পড়ুন, করোনা আক্রান্ত এবার জোড়াবাগান ট্রাফিক গার্ডের এক পুলিশকর্মী, বাঙ্গুর হাসপাতালে তিনি চিকিৎসাধীন

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মূলত করোনা ভাইরাসের সংক্রমণ এবং লকডাউন এর জেরে ওই কর্পোরেট সংস্থাটি আপাতত কোনও নতুন পড়ুয়াকে চাকরিতে নিচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য্য জানিয়েছেন,' ওই সংস্থাটি এই ১২ জন ছাত্রছাত্রীকে ইমেইল মারফত জানিয়েছে যে তারা নিয়োগ পত্র প্রত্যাহার করে নিচ্ছে। আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই কর্পোরেট সংস্থার সঙ্গে যোগাযোগ করি। ওরা আমাদের জানিয়েছে যদি ওরা আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাহলে যাদবপুরে ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেবে।' 

আরও পড়ুন, টিকিয়াপাড়া কাণ্ডে কড়া পদক্ষেপ নিল পুলিশ, গ্রেফতার প্রধান অভিযুক্ত শাকিব সহ আরও ১৩

অপরদিকে সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন কার্যত বড়সড় প্রভাব ফেলে দিয়েছে বিশ্বের অর্থনীতিকে। ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে একাধিক সংস্থা কর্মী ছাঁটাই শুরু করেছে। এখানেই শেষ নয় একাধিক কর্পোরেট সংস্থা নতুন করে আর কর্মী নিয়োগের পথেও হাঁটছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আরও জানিয়েছেন  'এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এখন পরিস্থিতি খারাপ তাই ওরা নতুন করে নিয়োগ করছে না। এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর। আমাদের তরফে সব রকমের চেষ্টা করা হচ্ছে।'

 

 

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

রাজ্য়ে একাধিক করোনা রিপোর্ট 'ফলস' নেগেটিভ, কী বলছেন চিকিৎসকরা

রিপোর্ট 'নেগেটিভ' -পাঠানো হল বাড়ি, ভূল থাকায় ফের ডাক, বাঙ্গুর হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্তের

Share this article
click me!