সিএএ বিরোধী মিছিলে অংশ নেওয়ার শাস্তি, যাদবপুরের ছাত্রকে ভারত ছাড়ার নির্দেশ

  • যাদবপুরের ছাত্রকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে  
  • মূলত সিএএ বিরোধী মিছিলে অংশ নেওয়ায় এই নির্দেশ 
  • এদিকে চলতি বছরে ওই ছাত্রের তৃতীয় সেমেস্টার রয়েছে  
  • কিছুদিন আগে বিশ্বভারতীর ছাত্রীকেও এই নির্দেশ দেওয়া হয় 

যাদবপুরের  ছাত্রকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, পোল্যান্ডের বাসিন্দা যাদবপুরের ওই ছাত্রকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সিএএ বিরোধী মিছিলে অংশ নেওয়ায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়াকে এমন নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, কলকাতায় অমিত শাহ, বিক্ষোভ কর্মসূচি শহরের বিভিন্ন জায়গায় বিরোধীদের

Latest Videos

সূত্রের খবর,  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্র কামিল শেদচিনস্কিকে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে। তুলনামূলক সাহিত্য বিভাগের ওই ছাত্র সম্প্রতি সিএএ বিরোধী মিছিলে অংশ নিয়েছিল, আর তার জেরেই এই সিদ্ধান্ত। আগামী ১৫ দিনের মধ্যে কামিলকে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কিছুদিন আগেই এ ব্যাপারে ওই ছাত্রকে নোটিস দেওয়া হয়েছে। তাঁকে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশনের কলকাতা অফিসে দেখা করতে বলা হয়েছিল। গত ২২ ফেব্রুয়ারি দেখা করেন ওই ছাত্র। সেখান থেকেই তাঁকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। এদিকে এবছর তাঁর তৃতীয় সেমেস্টার রয়েছে। এর আগে ওই ছাত্র বিশ্বভারতীতে বাংলা নিয়ে পড়াশোনা করেছেন।

 

আরও পড়ুন, স্কুল শিক্ষক নিয়োগে উঠে যাচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া, ঘোষণা করল রাজ্য সরকার


প্রসঙ্গত উল্লেখ্য়,  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের ছাত্রী আফসারা অনিকা মিম শান্তিনিকেতনে নাগরিকত্ব আইনের বিরোধিতায় কিছু ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর  সেই কারণে ওই ছাত্রীকেও কিছুদিন আগেই ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে। আর এবার সেই তালিকায় যুক্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামিল শেদচিনস্কি। 

আরও পড়ুন, সেলাই ছিঁড়ে ফের শিশুমৃত্যু এনআরএসে, নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ
 

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari