KMC Polls 2021: বিজেপি প্রার্থীর পোশাক ছিঁড়ে ফেলা ইস্যুতে বিস্ফোরক জ্য়োতিপ্রিয়, কী বলছেন বনমন্ত্রী

'কোনও মেয়েকে দিয়ে শাড়ি ছিঁড়ে দিয়ে মিথ্যে অভিযোগ করছেন বিরোধীরা', বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের ইস্যুতে বিস্ফোরক বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 'কলকাতার পুরসভার নির্বাচন সুষ্ঠু নির্বাচন হচ্ছে', বলেই দাবি মন্ত্রীর ।

 

 

Web Desk - ANB | Published : Dec 19, 2021 10:18 AM IST

'কোনও মেয়েকে দিয়ে শাড়ি ছিঁড়ে দিয়ে মিথ্যে অভিযোগ করছেন বিরোধীরা', বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের (BJP Candidate Meena Devi Purohit) ইস্যুতে বিস্ফোরক বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 'কলকাতার পুরসভার নির্বাচন সুষ্ঠু নির্বাচন হচ্ছে', বলেই দাবি মন্ত্রীর (Jyotipria Mallick)।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বলেন, নির্বাচন হবে, 'দুটো দলের মধ্যে একটু তর্কাতর্কি হবে, এটা স্বাভাবিক। তবে বিরোধীদের কারও মেরুদন্ড শক্তিশালী নেই, তাঁদের মেরুদন্ড থাকা উচিত। নির্বাচনের বুথের ভেতর পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না। বিরোধীরা অভিযোগ তুলছেন যে এজেন্ট দিতে দিচ্ছে না, তাহলে দুই থেকে তিন দিন আগে কেন আমাদেরকে জানায়নি, আমরা তাহলে বসানোর ব্যবস্থা করতাম,' বলেন তিনি।উল্লেখ্য, রবিবার কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। ২১ ডিসেম্বর ভোটের গণনা হবে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ ডিসেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ২০২০ সালের মে মাসে কলকাতা পুরভোট হওয়ার কথা থাকলেও কোভিড আবহে তা দেড় বছর পিছিয়েছে। এর মাঝে বিপুল ভোট জিতে রাজ্যে মসনদে তৃতীয়বারের জন্যে বসেছে তৃণমূল। তবে এদিন ভোটগ্রহণ চলাকালীণ একাধিক বুথে গন্ডোগোল লেগেছে। যদিও কলকাতার কোন কোন বুথ স্পর্শকাতর হতে পারে তাঁর আগাম একটা ধারণা দিয়েছিল কমিশন। আর রবিবার পুরভোট শুরু হতেই প্রকাশ্যে আসে একের পর এক অভিযোগ।

আরও পড়ুন, KMC Polls 2021 Live: কলকাতা পুরভোটে অশান্তি একাধিক ওয়ার্ডে, গ্রেফতার ৭২ জন 

 বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের ইস্যুতে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, 'বিরোধীরা কিছু অভিযোগ তুলেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। শাড়ি ছিঁড়ে দিয়েছে বলছেন, প্রকৃত অর্থে কোনও মেয়েকে দিয়ে হয়তো শাড়ি ছিঁড়ে দিয়ে মিথ্যা অভিযোগ তুলছেন। তবে নির্বাচন কমিশন তা উড়িয়ে দিয়েছে', এমনটাই মন্তব্য হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রসঙ্গত, এদিন জোড়াবাগান এলাকায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মীনাদেবী পুরোহিতের অভিযোগ, ' তৃণমূল এখানে বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টা করছে। বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। হেনস্থা করা হয়েছে।' যদিও তৃণমূল প্রার্থীর দাবি, 'বিজেপি প্রার্থী এখানে এসে অশান্তি সৃষ্টির চেষ্টা করেন। এরপর পোস্তার একটি বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ও নির্দল প্রার্থীর এজেন্টরা।' এই ঘটনার  খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রিপোর্ট তলব করে রাজ্য নির্বাচন কমিশন। অবজার্ভারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

Share this article
click me!