কলকাতা পুরসভা নির্বাচন নিয়ে একগুচ্ছ অভিযোগ। রাজ্যপালের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারি। বৈঠকের পর নির্বাচন বাতিল করার দাবিও জানালেন তিনি।
- Home
- West Bengal
- Kolkata
- KMC Polls 2021 Live: ভোট দিলেন মমতা, 'পুরভোট শান্তিপূর্ণ হয়েছে', বার্তা লালবাজারের
KMC Polls 2021 Live: ভোট দিলেন মমতা, 'পুরভোট শান্তিপূর্ণ হয়েছে', বার্তা লালবাজারের
রবিবার কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে ভোটগ্রহণ। ২১ ডিসেম্বর ভোটের গণনা হবে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ ডিসেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ২০২০ সালের মে মাসে কলকাতা পুরভোট হওয়ার কথা থাকলেও কোভিড আবহে তা দেড় বছর পিছিয়েছে। এর মাঝে বিপুল ভোট জিতে রাজ্যে মসনদে তৃতীয়বারের জন্যে বসেছে তৃণমূল।
- FB
- TW
- Linkdin
পুরভোট চলাকালীনই রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশকে দিয়ে তাঁদের বিধায়কদের বৈঠক ঘিরে রাখার অভিযোগ তুলেছে বিজেপি। সল্টলেকের শুভেন্দু অধিকারীর যে বৈঠক চলছিল সেই বাড়ির দরজা ঘিরে ফেলেছে বিধান নগর পুলিশের কর্মীরা ।
পুরভোটে ভোটদানের হার
সকাল ৯টা - ৯%
সকাল ১১টা- ১৯%
দুপুর ১টা- ৩৮%
দুপুর ৩টে- ৫২%
বিকেল ৫টা- ৬৪%
পুরভোট বাতিলের দাবিতে একযোগে বিক্ষোভ বাম-বিজেপির-কংগ্রেসের। পুরভোটের বেনিয়মের অভিযোগ তুলে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিরোধীরা। বড়তলা থানা থেকে শুরু করে বারাসাত সর্বত্রই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলো ।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিলেন ভবানীপুরে মিত্র ইন্সটিটিউশন স্কুলে।
বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের ইস্যুতে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, 'বিরোধীরা কিছু অভিযোগ তুলেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। শাড়ি ছিঁড়ে দিয়েছে বলছেন, প্রকৃত অর্থে কোনও মেয়েকে দিয়ে হয়তো শাড়ি ছিঁড়ে দিয়ে মিথ্যা অভিযোগ তুলছেন। তবে নির্বাচন কমিশন তা উড়িয়ে দিয়েছে', এমনটাই মন্তব্য হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
কলকাতা পুরসভার নির্বাচন চলছে শান্তিপূর্ণ ভাবেই। রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন যুগ্ম পুলিশ কমিশনার। তিনি জানিয়েছে, সকাল থেকে বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। টাকি স্কুলের সামনে বোমাবাজির ঘটনাতেও এক জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পুরভোট শুরু হওয়ার পর থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি ধরা পড়েছে। এখনও পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জয়েন্ট সিপি। তবে মোটের উপরে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
'সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সবকটাই নাটক', পুরভোটে বিরোধীদের তোপ দাগলেন ফিরহাদ হাকিম। এলাকার ৯০ শতাংশ মানুষের ভোট পাওয়ার আশা জানিয়েছেন তিনি। তবে এদিন তোপ দাগার পাশাপাশি ভোটের উৎসবে লুচি আলুরদম আর জমিয়ে আড্ডার কথাও মনে করালেন ফিরহাদ ।
দুপুর একটা থেকে রাজ্যের সর্বত্র বিজেপির বিক্ষোভ সমাবেশ, নির্দেশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অন্যদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল।
বেহালা শিক্ষায়তন স্কুলে ভোট দিলেন সোহম চট্টোপাধ্যায়
বেহালা পূর্ব বিধানসভার বিধায়িকা ও তৃণমূল কংগ্রেসের ১৩১ নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী রত্না চট্টোপাধ্যায় শিশু ভারতী স্কুলে ভোট দিলেন।
কলকাতা পুরভোটে ভোটদানের হার
সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯ শতাংশ
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৯ শতাংশ
দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮ শতাংশ
বাঘাযতীন মোড়ে কমরেড শমিক লাহিড়ীর উপস্থিতিতে বামফ্রন্টের অবরোধ কর্মসূচি
বেহালা পূর্ব বিধানসভার ১২১ নম্বর ওয়ার্ডের বুথ নম্বর ১ ও ২-তে সিপিএম প্রার্থী আশিষ মণ্ডলকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
এদিন সকাল থেকেই ভোটে কারচুপির অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিল বামেরা। অভিযোগ একাধিক বুথে বসতে দেওয়া হচ্ছে না বাম এজেন্টদের।এই অভিযোগে বাঘাযতীনে পথ অবরোধ বামেদের
বেহালা পূর্ব ১১৬ নম্বর ওয়ার্ডের ১৮ ও ১৯ নম্বর বুথে তৃণমূলের জমায়েত। এবং বিজেপির অভিযোগ তৃণমূলের এজেন্ট জয় বাংলা মাক্স পরে প্রচার করছে বুথের ভিতরে। পাশাপাশি বিজেপির আরও অভিযোগ এজেন্ট রিলিভার দু'জনে একসঙ্গে বুথের মধ্যে বসে রয়েছে। এর প্রতিবাদ করে বুথের সামনেই তৃণমূলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা
৭ নম্বর ওযার্ডের বাগবাজারের হরনাথ হাইস্কুলের ১ নম্বর বুথে ইভিএম-এ তৃণমূল প্রার্থীর নামের পাশে কালির চিহ্ন, বিজেপির অভিযোগে কালি মুছল রাজ্য নির্বাচন কমিশন..
মুরলীধর গার্লস কলেজে বিজেপি এজেন্টের হুঁশিয়ারি..
নিউ আলিপুর ৮১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বি-টিম হিসাবে কাজ করছে নির্দলেরা। কংগ্রেস প্রার্থীকে ফলো করছেন নির্দল প্রার্থী। জুঁই বিশ্বাসের টিম হিসাবেই কাজ করছেন নির্দেলেরা। অভিযোগ কংগ্রেসের।