KMC Election 2021: 'তৃণমূলের কাউন্সিলররা অসাধু', ভোট প্রচারে তীব্র সমালোচনা শুভেন্দু অধিকারীর

তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কাউন্সিলর অসাধু প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক । ২০১১ সালের আগে এরা গরিব ছিলো এখন পুকুর বুজিয়ে কাট মানি তুলে কোটিপতি হয়েছে। দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নেমে রীতিমত হুংকার দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রত্যেকটা কাউন্সিলর অসাধু প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক । ২০১১ সালের আগে এরা গরিব ছিলো এখন পুকুর বুজিয়ে কাট মানি তুলে কোটিপতি হয়েছে। দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নেমে রীতিমত হুংকার দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (BJP Leader Suvendu Adhikari)। শিলপাড়া ১২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থী শংকর শিকদার এর সমর্থনে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী একটি পথসভা করেন ।পথ সভার আগে  পার্থী কে নিয়ে গাড়ি করে এলাকায় ঘুরলেন। তারপর জেমস লং সরণি উপর পথ সভা করলেন ।পথসভায় শেষে তিনি ভোট নিয়ে বললেন সামনে পুরসভা ভোটে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে তৃণমূলের একটি কাউন্সিলরও জিতবে না। এই এলাকায় বৃষ্টির সময় জলমগ্ন হয়ে থাকে। পানীয় জল পায় না । এর প্রতিবাদ ১২৪ নম্বর ওয়ার্ডের মানুষ করবে ।আর যদি ভোট করতে না দেয় তৃণমূল কংগ্রেস তাহলে বিজেপি নেতা রাস্তা ঘাট স্তব্ধ করে দেবে।

কলকাতা পুরসভা নির্বাচনের দিন প্রথম তিন ঘন্টার পর ভোটারদের ভোটারদের ভোটদানে বাধা দিলে এজেন্ট থেকে বের করে দেওয়া হলে এবং প্রার্থীদের উপর আক্রমণ হলে বিজেপি পথে নামবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভোটের দিন দলের সব নেতাকর্মী এবং বিধায়কদের দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণ নির্বাচন না হলে বিধায়ক ও নেতাকর্মীদের নিয়ে বিজেপি রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মিছিল করে নির্বাচন কমিশনের যাবে গিয়ে বিক্ষোভ দেখাবে তবে পথে পুলিশ তাদের আটকালে সেখানেই তারা পথ অবরোধ ও বিক্ষোভ শুরু করবেন বলে বিরোধী দলনেতা স্পষ্ট বার্তা দিয়েছেন। 

Latest Videos

 অন্যদিকে বিরোধী দলনেতা আজ পুরসভা ভোটে ক্ষমতায় এলে বস্তিবাসীদের জন্য কর ছাড়ের ঘোষণা করেন। পর তিনি বলেন করের কাঠামোর পরিবর্তন করা হবে। বিল্ডিং প্ল্যান ফাংশনের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদিকে হাউস ওনার্স অ্যাসোসিয়েশন তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের দ্বারা অবহেলিত হওয়ার কারণে নোটায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে প্রসঙ্গে বিরোধী দলনেতা জানান বিজেপি ক্ষমতায় এলে তাদের সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করবে।

আগামী রবিবার কলকাতা পুরসভা নির্বাচন। নিয়ম অনুযায়ী শুক্রবারই নির্বাচনী প্রচারের শেষ দিন। তার আগে বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন শুভেন্দু অধিকারীসহ বিজেপির রাজ্য নেতৃত্ব। যদিও পুরসভা নির্বাচনের প্রচারে বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক জনসভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। ভোট প্রচারে দিল্লির কোনও হেভিওয়েট নেতাকে দেখা যায়নি কলকাতায়। 

Punjab Teacher Protest: শিক্ষক পদপ্রার্থীদের বিক্ষোভ, চ্যালেঞ্জের মুখে পঞ্জাবের মুখ্যমন্ত্রী

Mamata On Durga Puja: 'বিলম্বিত বার্তা', মমতা শুভেচ্ছা জানালেও অভিষেকের সুর অনেক চড়া

TMC Vs BJP: 'মমতা দুর্গাপুজো করেন না', ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কটাক্ষ বিজেপি নেতা সুকান্ত মজুমদারের
 

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News