পরপর দুবার দেশের নিরাপদ শহরের শিরোপা পেল কলকাতা, দ্বিতীয় স্থানে হায়দরাবাদ

 

  •  দেশের নিরাপদ শহরগুলির মধ্য়ে স্থান পেল শহর কলকাতা 
  • রেকর্ডযোগ্য সর্বনিম্ন অপরাধের হার রয়েছে শহর কলকাতায় 
  • ২০১৬ থেকে  কলকাতাকে প্রতিযোগিতায় ফেলেছে কোয়েম্বাটুর 
  • এবার দেশের ১৯ টি শহরের সমীক্ষায় রিপোর্ট প্রকাশ করা হল 
     

 দেশের নিরাপদ শহরগুলির মধ্য়ে এই নিয়ে পর পর দুবার কলকাতার দেশের তালিকার শীর্ষস্থান অর্জন করেছে। রেকর্ডযোগ্য সর্বনিম্ন অপরাধের হার রয়েছে শহর কলকাতায়। সম্প্রতি ২০১৮ সালের ন্য়াশনাল ক্রাইম রেকর্ড  ব্য়ুরো অনুসারে এই তালিকা প্রকাশ পেয়েছে। 

আরও পড়ুন, বছরের প্রথম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, সাক্ষী থাকবে কলকাতাও

Latest Videos


এই নিয়ে পরপর দুবার দেশের সেরা নিরাপদ শহরের তকমা পেল কলকাতা। প্রতি একলক্ষ্য় অপরাধের নজিরে কলকাতার মাথায় এই মুকুট উঠেছে। প্রথম স্থানে কলকাতা থাকলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানে হায়দরাবাদ ও পুণে রয়েছে। দেশের বাণিজ্য়নগরী মুম্বই রয়েছে চতুর্থ স্থানে। 

আরও পড়ুন, শুক্রবার হালকা বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা, পারদ ক্রমশ ঊর্দ্ধমুখী

দেশের নিরাপদ শহরের তালিকায় শীর্ষে থাকলেও ভারতীয় দন্ডবীধি অনুযায়ী অভিযোগ নথিভুক্তের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে কলকাতা। এই ক্ষেত্রে কলকাতাকে হারিয়ে দিয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর। দেশের ১৯ টি শহরের সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট ন্য়াশনাল ক্রাইম রেকর্ড  ব্য়ুরো।  দেশের যে যে শহরের জনসংখ্য়া ২০ লক্ষের বেশি, তাদেরকেই এই সমীক্ষায় আনা হয়েছে। ২০১৬ থেকে লাগাতার কলকাতাকে প্রতিযোগিতার মুখে ফেলেছে কোয়েম্বাটুর। প্রথম বার নিরাপদ শহরের শীর্ষ স্থান ছিনিয়ে নেওয়ার জন্য় গত চারবছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

 

Share this article
click me!

Latest Videos

চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News