গ্রুপ সি নিয়োগে সিবিআই অনুসন্ধান, ৩৫০ কর্মীর বেতন বন্ধের নির্দেশ

এর আগে গ্রুপ ডি নিয়োগের মামলাতেও একই ধরনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবারও অভিযোগ যেহেতু একইরকম গুরুতর, তাই এবারও সিবিআই অনুসন্ধানই চান বিচারপতি।

এসএসসি-র (School Service Commission) গ্রুপ ডি-র (Group D) পর এবার গ্রুপ সি (Group C) নিয়েও বাড়ছে জটিলতা। আর গ্রুপ সি-তে নিয়োগের ক্ষেত্রে কোনও বেনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বাতিল করা হয়েছে ৩৫০ জনের বেতনও। 

এর আগে গ্রুপ ডি নিয়োগের মামলাতেও একই ধরনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবারও অভিযোগ যেহেতু একইরকম গুরুতর, তাই এবারও সিবিআই অনুসন্ধানই চান বিচারপতি। তাঁর নির্দেশ, সিবিআই অধিকর্তা তদন্তে নজরদারি করবেন। মূলত, ভুয়ো নিয়োগের অভিযোগে এই ৩৫০ জনের চাকরি বাতিল করা হয়েছে। অবিলম্বে তাঁদের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, জেলা স্কুল পরিদর্শক দেখবেন যেন এই ৩৫০ জন বেতন না পান। শুধু তাই নয়, ৩৫০ জনকে এতদিন যে বেতন পেয়েছেন তাও ফেরাতে হবে বলেই আদালত নির্দেশ দিয়েছে। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থাও নেবেন জেলা স্কুল পরিদর্শক। এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ। 

Latest Videos

আরও পড়ুন- 'মাথা নত করে মানুষের কাছে যেতে হবে', জয়ী কাউন্সিলরদের 'চাহিদা কমানোর' নির্দেশ মমতার

চাইলে এই ৩৫০জন আদালতে হলফনামাও দাখিল করতে পারেন। সেক্ষেত্রে অবশ্য হলফনামা দাখিল করলে তাঁদের এও জানাতে হবে কার কাছ থেকে নিয়োগপত্র বা সুপারিশপত্র পেয়েছিলেন। পাশাপাশি এতদিন বেতন হিসেবে কতটাকা পেয়েছিলেন তাঁরা। এসএসসি গ্রুপ সি-তে ভুয়ো নিয়োগের অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মূলত ৩৫০ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। শুনানির সময় বিচারপতি জানতে চান, কার থেকে তাঁরা নিয়োগপত্র পেয়েছেন? হাইকোর্টে হলফনামা দিয়ে ৩৫০ জনকে এই বিষয়ে জানাতে হবে।

আরও পড়ুন- সিবিআই দফতরে হাজিরা দেবের, গরু পাচারকাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ

এর আগে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও একই ছবি দেখা গিয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চেই এই নিয়োগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। যদিও পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেখানে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ হয়ে গেলেও কমিটি গঠন করে তদন্তের কথা বলে আদালত। ফের একই রকম পরিস্থিতি তৈরি হল গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও। পরে গ্রুর সি নিয়োগ দুর্নীতি মামলাতেও একই নির্দেশ দেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। ভুয়ো চাকরির অভিযোগে বাতিল হয়েছে ৩৫০ জনের চাকরি। তাদের বেতনও বন্ধ। এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ।

আরও পড়ুন- 'ইসলামপুর পুর নির্বাচনে তৃণমূল নেতাই সন্ত্রাস চালাবে', অভিযোগ দলেরই বিধায়কের

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today