৮ থেকে ৮০ দোলাবে মাথা, শোনা যাবে নস্টালজিক গান, জোড়া সুখবর কলকাতা মেট্রোয়

Published : Feb 04, 2022, 05:24 PM IST
৮ থেকে ৮০ দোলাবে মাথা, শোনা যাবে নস্টালজিক গান, জোড়া সুখবর কলকাতা মেট্রোয়

সংক্ষিপ্ত

জোড়া সুখবর কলকাতা মেট্রোয়, মেট্রোরেলে শোনা যাবে নস্টালজিক গান। যাত্রাপথকে আরও সুন্দর করে তুলতে এবং সারাদিনের ক্লান্তি কমাতে এবার কলকাতা মেট্রোয় গান বাজানো হবে।  পাশাপাশি  দীর্ঘ দিন পরে অবশেষে জট কাটল জোকা-বিবাদিবাগ মেট্রো প্রকল্পের।  

জোড়া সুখবর কলকাতা মেট্রোয় (Kolkata Metro )। মেট্রোরেলে শোনা যাবে নস্টালজিক গান (Nostalgic songs)। যাত্রাপথকে আরও সুন্দর করে তুলতে এবং সারাদিনের ক্লান্তি কমাতে এবার কলকাতা মেট্রোয় গান বাজানো হবে। উল্লেখ্য মাঝে কোভিড সংক্রমণের জন্য দীর্ঘ দিন বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তাই এবার চালু হওয়ার পরেই বিনোদনমূলক পদক্ষেপে নজর দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি  দীর্ঘ দিন পরে অবশেষে জট কাটল জোকা-বিবাদিবাগ মেট্রো প্রকল্পের ( Joka BBD Bagh Project)।

মাঝে যেকদিন ছিঁটেফোঁটা শীত মিলেছে, তাতেই মানিয়ে নিয়েছে, শহরবাসী। একেই সামনে আসছে গ্রীষ্মকাল। ভুল করেও তখন অকাল বৃষ্টি দেখা মেলে না। কাঠ ফাটা গরমে তবে এবার শান্তি মিলবে মেট্রো পরিবহণে। আজ্ঞে হ্যাঁ, কারণ গতবছর জন্মদিনেই মেট্রোর সব নন-এসি রেক ইতিমধ্য়েই বিদায় নিয়েছে। তাই এবার এসির ফুরফুরে হাওয়ায় এমনতিই সবাই ভাল থাকবে। তার উপর উপরি পাওনা এবার বিনোদন। রেকে পা দিলেই  নস্টালজিক গান শোনাবে মেট্রো। কচিকাঁচাদের বোধয় হেডফোন ব্যবহার করার রেওয়াজ কিছুটা হলেও মেট্রোর ভিতরে কমতে পারে। তাতে আদতে বাড়বে সতর্কতাও।  মেট্রো সূত্রে খবর, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বেশ কিছু নিত্য যাত্রী এই পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগে মেট্রোর অ্যাড্রেস সিস্টেম থেকে কেবল জরুরী ঘোষণা করা হত এবং পরবর্তী স্টেশনের ঘোষণা করা হত । এবার সেই সঙ্গেই যাত্রীদের গান শোনানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও দেখুন, বাজ পড়া শুরু, সকালেই আকাশ অন্ধকার করে তুমুল বৃষ্টি রাজ্যের ১৪ জেলায়

অপরদিকে আরও একটি সুখবর। দীর্ঘ দিন পরে অবশেষে জট কাটল জোকা-বিবাদিবাগ মেট্রো প্রকল্পের। টালি নালা থেকে মেট্রোর কাজ শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আসলে জোকা -বিবাদিবাগ মেট্রো প্রকল্পের সমস্যা দীর্ঘদিনে। মূলত মোমিনপুরের পর থেকে বিবাদিবাগ পর্যন্ত অংশেই যত সমস্যা ছিল। এর মধ্যে ভিক্টোরিয়া, ময়দান অঞ্চলে কাজে সেনাবাহিনীরর অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এই সংক্রান্ত পুরোনো মামলাতেই এদিন শুনানি হয় কলকাতা হাইকোর্টে। এতদিন বারবার হাইকোর্টের তরফে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানাতে বললেও তা জানানো হয়নি। এদিন সেনাবাহিনীর তরফে আদালতে জানানো হয়, মেট্রোর কাজ নিয়ে তাঁদের কোনও সমস্যা নেই। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের অনুমতি পেলেই টালি নালা থেকে ধর্মতলা পর্যন্ত মাটির নিচে মেট্রোর কাজ শুরু করতে পারবে আরভিএনএল। এদিন সব পক্ষের বক্তব্য শুনেই মেট্রোর কাজ শুরুর নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

PREV
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট