উৎসবের মরশুমে বিপুল ক্ষতি, মদন দত্ত লেনের একাধিক সোনার দোকানে ফাটল

শুক্রবার বৌবাজারের মদন দত্ত লেনের রাস্তার দু'ধারের একের পর এক সোনার দোকানে ফাটল ধরায় উদ্বেগ স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে। খবর পেয়েই ছুটে আসেন ব্যবসায়ীরা। দোকান খুলতেই ফাটল চোখে পড়ে দোকান মালিকদের। উৎসবের মরশুমে এই বিপুল ক্ষতি কীভাবে সামলাবেন সে চিন্তাতেই মাথায় হাত ব্যবসায়ীদের। 
 

উৎসবের মরশুমের শুরুতেই বিপত্তি। শুধু বাড়িতে নয় ফাটল দেখা দিয়েছে বৌবাজারের একাধিক সোনার দোকানের ছাদেও। এদিকে আর দু'দিন পরেই ধনতেরাস, দিওয়ালি। তারপরেই আবার বিয়ের মরশুম। এদিকে মেট্রোরেলের কাজের জেরে ফাটল ধরেছে বৌবাজারের একের পর এক সোনার দোকানে। ঘটনায় মাথায় হাত পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের মাথায়। আতঙ্কে তড়িঘড়ি যাবতীয় সোনা গয়না অন্যত্র সরিয়ে নিয়ে গেল ব্যবসায়ীরা। 

শুক্রবার বৌবাজারের মদন দত্ত লেনের রাস্তার দু'ধারের একের পর এক সোনার দোকানে ফাটল ধরায় উদ্বেগ স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে। খবর পেয়েই ছুটে আসেন ব্যবসায়ীরা। দোকান খুলতেই ফাটল চোখে পড়ে দোকান মালিকদের। উৎসবের মরশুমে এই বিপুল ক্ষতি কীভাবে সামলাবেন সে চিন্তাতেই মাথায় হাত ব্যবসায়ীদের। 

Latest Videos

দুর্গা পিতুরি লেনের পর এবার আতঙ্ক মদন দত্ত লেনে। ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের কাজ চলাকালীন ফাটল দেখা দেয় বৌবাজারের মদন দত্ত লেনের বাড়িগুলিতে। আতঙ্কে ভোর রাত থেকেই বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন মদন দত্ত লেনের বাসিন্দারা। ঘটনার জেরে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোর রাত থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। এলাকায় মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনীও। অবিলম্বে এলাকা খালি করে দেওয়ার আবেদনও জানানও হয় এলাকাবাসীর কাছে। যদি কর্তৃপক্ষের আবেদনে বাড়ি ছাড়তে নারাজ একালাবাসী। 

আরও পড়ুন জলের তলা দিয়ে মেট্রো ছুটবে জুনে, হাওড়া-শিয়ালদহের যাত্রীরা কাউন্টডাউন শুরু করুন

১৪ অক্টোবর শুক্রবার ভোর চারটে নাগাদ বৌবাজারের মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। আতঙ্কে বাড়ি ছেড়ে বেড়িয়ে আসতে বাধ্য হয় বাসিন্দারা। এরপরই মেট্রোরেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেছেন, "ভোর রাতে ফাটল ধরেছে, অথচ মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ আসেনি। পরে আধিকারিকরা এলেও কোনও বিশেষজ্ঞ আসেনি।" এলাকাবাসীদের অভিযোগ, "ভোর চারটে থেকে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন তোলেনি।" 

আরও পড়ুন - যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত, ইতিহাস রচনা করে যাত্রা শুরু শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রোর, সেরা ১০ ছবি

আরও পড়ুন - ১৪ জুলাই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ইতিহাসের ক্ষণ, একই দিনে শিয়ালদহ থেকে ছুটছে ১০০ মেট্রো ট্রেন

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন