করোনা আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা

  • এবার করোনার থাবা একেবারে কলকাতা পুলিশের শীর্ষ মহলে
  •  করোনা পজিটিভ রেজাল্ট এসেছে কলকাতার পুলিশ কমিশনাের 
  • অনুজ শর্মা জানিয়েছেন তাঁর মৃদু উপসর্গ দেখা দিয়েছে

Asianet News Bangla | Published : Sep 10, 2020 3:10 PM IST / Updated: Sep 10 2020, 09:15 PM IST

এবার করোনার থাবা একেবারে কলকাতা পুলিশের শীর্ষ মহলে। করোনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট এসেছে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার। বৃহস্পতিবার কোভিড টেস্টের রেজাল্ট পেয়েছেন তিনি। তবে পুলিশকর্তা জানিয়েছেন তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। তাই আপাতত বাড়ি থেকেই কাজ করছেন তিনি। যদিও এই খবর প্রকাশ্য়ে আসতেই চিন্তা বেড়েছে পুলিশ মহলে।

লোকাল ট্রেনে বাড়তে পারে মান্থলির মেয়াদ,শীঘ্রই চাকা ঘুরবে রেলের

নিয়ম মেনে সম্প্রতি কমিশনারের সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীদের হোম কোয়ারেন্টাইনে যাওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্য়েই রাজ্য়ে করোনার থাবায় কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। যা চিন্তা বাড়িয়েছে নবান্নের। 

ঘরেই যখন 'বিভীষণ',মমতার ভাগ্যে কটা আসন

কলকাতায় করোনা যুদ্ধে তাঁর অবদান কম নয়। করোনা নিয়ে যখন মহানগরের ভীত সন্ত্রস্ত পরবিেশ তখন ভরসা দিতে এগিয়ে এসেছিলেন এই আইপিএস। কলকাতার আবাসনগুলির সামনে বিকেল হতেই মাইক হাতে গান করছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। পুলিশের মুখে 'উই শ্য়াল ওভারকাম' শুনে প্রথমটায় বিশ্বাস হয়নি কারও। পরে অভুক্ত লোকদের পাশে দাঁড়াতেও এগিয়ে এসেছে কলকাতা পুলিশ।

পিসির রাজত্বে ভাইপোর কীসের ভয়,কঙ্গনা প্রসঙ্গে মহুয়াকে পাল্টা বাবুলের

"

Share this article
click me!