লোকাল ট্রেনে বাড়তে পারে মান্থলির মেয়াদ,শীঘ্রই চাকা ঘুরবে রেলের
কলকাতা মেট্রো রেলের চাকা শুধু এখন ঘোরার অপেক্ষা। যাত্রী সামলে কীভাবে মেট্রো চালাতে হবে তা ঠিক করে ফেলেছে মেট্রো কর্তৃপক্ষ। এবার রাজ্য়ে লোকাল ট্রেন চলার সবুজ সংকেতের পালা। রাজ্য় সরকারের এ বিষয়ে যোগাযোগ রাখছে রেল কর্তৃপক্ষ,এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা।
- FB
- TW
- Linkdin
৬ মাস আটকে লোকাল ট্রেনের চাকা। মান্থলি কেটেও ট্রেনে যাত্রা সম্ভব হয়নি লকডাউনে। এদিকে মান্থলি ফুরিয়েছে অনেকের। তাই মান্থলির মেয়াদ বাড়ানোর কথা ভাবছে রেল।
মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা একসঙ্গে শুরু নিয়ে সায় দেননি মুখ্যমন্ত্রী। এ নিয়ে রাজ্য়ের সঙ্গে যোগাযোগ রেখেই চলছে রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল চালু হওয়ার পরই রেলের বিশাল যাত্রীদের সামজিক দূরত্ব মেনে কীভাবে পরিষেবা দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।
পরিসংখ্য়ান বলছে, পূর্ব রেলে দিনে ১৪০০ লোকাল ট্রেনে কমপক্ষে ৩০ লক্ষের বেশি যাত্রী যাতাযাত করেন। গড়পরতায় প্রায় এক একটি ট্রেনে ২৫০০ যাত্রী। সামাজিক দূরত্ব সামলানো যে কঠিন তা ভালোই জানে রেল কর্তৃপক্ষ।
সবথেকে বড় চিন্তা ভিড়ে ঠাসা স্টেশন চত্বর। এখানেই মেট্রো রেল অনেকটাই লোকাল ট্রেনের থেকে এগিয়ে। যেখানে নিয়ম মনে বা সামাজিক দূরত্ব মেনে প্লাটফর্মে যাত্রীদের ঢোকানো সম্ভব।