ই-নাগেটস অ্যাপ: বিদেশ থেকেও চলত আর্থিক প্রতারণা, কলকাতা পুলিশের হাতে এল প্রচুর সিমকার্ড, ব্যাঙ্ক লিঙ্ক

ই-নাগেটস অ্যাপ প্রতারণা মামলায় চাঞ্চল্যকর তথ্য হাতে এল কলকাতা পুলিশ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।  বুধবার দুই সংস্থা আলাদা আলাদা করে এই মামলায় চল্লাশি অভিযান চালিয়েছিল। তাতেই  তদন্তকারী সংস্থার হাতে আসে বেশ কিছু তথ্য।  কলকাতা পুলিশের দাবি বিদেশ থেকে স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে চালান হত প্রতারণা চক্র।

ই-নাগেটস অ্যাপ প্রতারণা মামলায় চাঞ্চল্যকর তথ্য হাতে এল কলকাতা পুলিশ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।  বুধবার দুই সংস্থা আলাদা আলাদা করে এই মামলায় চল্লাশি অভিযান চালিয়েছিল। তাতেই  তদন্তকারী সংস্থার হাতে আসে বেশ কিছু তথ্য।  কলকাতা পুলিশের দাবি বিদেশ থেকে স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে চালান হত প্রতারণা চক্র। 

সোমা নস্কর নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জেরার করে বেশ কিছু তথ্য হাতে পারে কলকাতা পুলিশ। দাবি করা হয় সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ৩০ কোটি টাকা। কিন্তু এই টাকার উৎস সন্ধানে কোনও সঠিক তথ্য দিতে না পারার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ারও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। 

Latest Videos

কলকাতা পুলিশের তল্লাশিতে গতকাল উদ্ধার হয়েছে প্রচুর সিমকার্ড ও চিপস। তাতে কলকাতা পুলিশের অনুমান এই ধৃত আমির খান একা নয় - এই ঘটনায় যুক্ত আরও বেশ কয়েকজন। কলকাতার পাশাপাশি দুবাই মালেশিয়া- সহ একাধিক দেশ থেকেই প্রতারণা করা হত । পুবিশের অনুমান আমির খানরা শুধুমাত্র গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করতেন এমটা নয়। অনলাইন অন্যান্য় প্রতারণার ব্যবসাও তাঁরা ফেঁদেছিল। পুলিশ সূত্রের খবর ১ হাজার ৯৫২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হত।  দেড় হাজারেরও বেশি সিমকার্ড উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ৩ হাজার ডেবিট কার্ড ও প্রায় ৪০০টির মত ব্যাঙ্কিং কিট পেয়েছে পুলিশ। 

ইতিমধ্যে ইনাগেটস অ্যাপের মাধ্যমে প্রতারণায় আরও কয়েক কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। বুধবার পুলিশ ১২ কোটি ৮৩ লক্ষ টাকার  ক্রিপ্টোকারেন্সির খোঁজ পেয়েছে। আগেই আমির খানের বাড়ির খাটের তলা থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৭ কোটি টাকা।   

নগদ ২ লক্ষ টাকার সাথে ১ লক্ষের গয়না ও ৬ লক্ষের সম্পত্তি! নন্দীগ্রামের দিনমজুরের সম্পদ দেখে হতবাক পুলিশকর্তারা!

পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA ঘোষণা, আরও বাড়ল রাজ্যের সঙ্গে ফারাক

'যারা দুর্নীতি করেছেন স্বেচ্ছায় চাকরি ছাড়ুন, নইলে কঠোর পদক্ষেপ', SSC মামলায় হুঁশিয়ারি আদালতের

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল