হাড় কাঁপানো শীতে কাবু কলকাতা, তাপমাত্রা আজও স্বাভাবিকের থেকে নীচে

  • কলকাতার তাপমাত্রা আজও স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে
  • সকালে সামান্য কুয়াশা, সারাদিন  আকাশ পরিষ্কার থাকবে
  • মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন টানা শীত চলবে 
  • বুধবার পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের বৃষ্টি শুরু হবে কলকাতায়
     

Ritam Talukder | Published : Dec 29, 2019 4:44 AM IST / Updated: Dec 29 2019, 01:04 PM IST

কলকাতার তাপমাত্রা আজও স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে। সকালে সামান্য কুয়াশা সারাদিন পরিষ্কার আকাশ। সোমবার একই রকম আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে,  আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাতে কনকনে আমেজ আরও বেড়ে যাবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। 

আরও পড়ুন, জাঁকিয়ে শীতে মিলছে খেজুর রস, নলেন গুড়ে মজেছেন কলকাতাবাসী

কলকাতায় আজ আকাশ পরিষ্কার থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা  ২০.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২০.১  ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬০ শতাংশ।  এই মুহূর্তে শহরের তাপমাত্রা ১৬  ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন, ট্রেন ধরার ফাঁকেই কেনাকাটা, শিয়ালদহ স্টেশনে এবার শপিং মল

বুধবার পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি শুরু রাজ্যে। বছরের শুরুর দিনেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। পরদিন বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। পশ্চিমের জেলা কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারও হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।বৃষ্টির কারণে হাওয়ায় আর্দ্রতাও রয়েছে অনেক বেশি। ফলে সকালের দিকে কুয়াশা হচ্ছে। তবে দিনের বেলায় উত্তুরে হাওয়ার গতি বাড়লে কনকনে ভাবও বেড়ে যাচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন টানা শীত চলবে। নতুন বছরের শুরুতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আবারও একবার রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ডেও। বৃষ্টির পর ফের একবার নামতে পারে পারদ।‌‌
 

Share this article
click me!