রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই লক্ষ

Published : Sep 28, 2020, 11:21 PM ISTUpdated : Sep 28, 2020, 11:25 PM IST
রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই লক্ষ

সংক্ষিপ্ত

মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যেই বদলে গেল চিত্রটা রাজ্য়ে  আড়াই লক্ষ ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা  যদিও পরিসংখ্য়ান বলছে, সুস্থতার হার বেড়েছে ৮৭.৭৩ শতাংশ৷

মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যেই বদলে গেল চিত্রটা। রাজ্য়ে দেখতে দেখতে আড়াই লক্ষ ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। যদিও পরিসংখ্য়ান বলছে, সুস্থতার হার বেড়েছে ৮৭.৭৩ শতাংশ৷

বিশেষ বেঞ্চ থেকে স্বস্তি,মুকুল রায়ের বিরুদ্ধে ১২টি মামলা গেল রেগুলার বেঞ্চে

সোমবার রাজ্যে স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, একদিনে ৫৬ জনের মৃত্যু হয়েছে রাজ্য়ে। রবিবার এই সংখ্যাটা ছিল ৬০ জন৷ বাংলায় সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪,৮৩৭ জনের। তবে যে ৫৬ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কলকাতারই ১৫ জন৷ এছাড়াও উত্তর ২৪ পরগনার রয়েছে ৮ জন৷ পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ এদের মধ্য়ে হাওড়ার ৯ জন মৃত রয়েছেন৷

দুর্গাপুজো কমিটিকে দেওয়া হবে সরকারি অনুমতি, ২ অক্টোবর থেকে অনলাইনে ফর্ম

মৃতদের মধ্য়ে রয়েছেন হুগলির ৪ জন, পূর্ব বর্ধমানের ১, পশ্চিম মেদিনীপুরের ৬, ঝাড়গ্রাম, বাকুড়া, নদিয়ার ১ জন৷ করেনায় মুর্শিদাবাদ একদিনে মারা গিয়েছেন ২ জন৷ পাশাপাসি সংক্রমণ প্রাণ কেড়েছে উত্তর দিনাজপুরের ১, জলপাইগুড়ির ১, দার্জিলিং, কোচবিহার ও  আলিপুরদুয়ারের যথাক্রমে ১,১ ও ২ জনের৷

সংখ্যা তত্ত্ব বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১৫৫ জন৷ রবিবার এই সংখ্যাটা ছিল ৩,১৮৫ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২, ৫০,৫৮০ জনের৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৯২৩ জন৷ রবিবার ছিল ২,৯৪৬ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ১৯ হাজার ৮৪৪ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৭৩ শতাংশ৷ 

মেট্রো যাত্রীদের জন্য় সুখবর,রবিবারেও চলবে কলকাতা মেট্রো রেল

বাংলায় একদিনে ৪১ হাজার ২৮১টি টেস্ট হয়েছে৷ রবিবার ছিল ৪৩ হাজার ৬১৮ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা একত্রিশ লক্ষ ছাড়িয়ে গেল৷ তথ্য অনুযায়ী ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৩৮ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৩৪,৮৮৮ জন৷

PREV
click me!

Recommended Stories

Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা
“এরা চক্রান্ত করে আমাকে খুন করিয়ে দিতে পারে”! মমতার দিকে নিশানা হুমায়ুন কবীরের?