মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যেই বদলে গেল চিত্রটা। রাজ্য়ে দেখতে দেখতে আড়াই লক্ষ ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। যদিও পরিসংখ্য়ান বলছে, সুস্থতার হার বেড়েছে ৮৭.৭৩ শতাংশ৷
বিশেষ বেঞ্চ থেকে স্বস্তি,মুকুল রায়ের বিরুদ্ধে ১২টি মামলা গেল রেগুলার বেঞ্চে
সোমবার রাজ্যে স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, একদিনে ৫৬ জনের মৃত্যু হয়েছে রাজ্য়ে। রবিবার এই সংখ্যাটা ছিল ৬০ জন৷ বাংলায় সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪,৮৩৭ জনের। তবে যে ৫৬ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কলকাতারই ১৫ জন৷ এছাড়াও উত্তর ২৪ পরগনার রয়েছে ৮ জন৷ পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ এদের মধ্য়ে হাওড়ার ৯ জন মৃত রয়েছেন৷
দুর্গাপুজো কমিটিকে দেওয়া হবে সরকারি অনুমতি, ২ অক্টোবর থেকে অনলাইনে ফর্ম
মৃতদের মধ্য়ে রয়েছেন হুগলির ৪ জন, পূর্ব বর্ধমানের ১, পশ্চিম মেদিনীপুরের ৬, ঝাড়গ্রাম, বাকুড়া, নদিয়ার ১ জন৷ করেনায় মুর্শিদাবাদ একদিনে মারা গিয়েছেন ২ জন৷ পাশাপাসি সংক্রমণ প্রাণ কেড়েছে উত্তর দিনাজপুরের ১, জলপাইগুড়ির ১, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারের যথাক্রমে ১,১ ও ২ জনের৷
সংখ্যা তত্ত্ব বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১৫৫ জন৷ রবিবার এই সংখ্যাটা ছিল ৩,১৮৫ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২, ৫০,৫৮০ জনের৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৯২৩ জন৷ রবিবার ছিল ২,৯৪৬ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ১৯ হাজার ৮৪৪ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৭৩ শতাংশ৷
মেট্রো যাত্রীদের জন্য় সুখবর,রবিবারেও চলবে কলকাতা মেট্রো রেল
বাংলায় একদিনে ৪১ হাজার ২৮১টি টেস্ট হয়েছে৷ রবিবার ছিল ৪৩ হাজার ৬১৮ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা একত্রিশ লক্ষ ছাড়িয়ে গেল৷ তথ্য অনুযায়ী ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৩৮ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৩৪,৮৮৮ জন৷