কলকাতা শহরের বুক থেকে চিতাবাঘের চামড়া সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরো। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে। ধৃত দুই জন চিতাবাঘের চামড়া পাচার চক্রে জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন-বড়সড় ডাকাতির ছক বানচাল, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৭ দুষ্কতী গ্রেফতার
জানাগেছে, চিতাবাঘের চামড়ার খোঁজ পেয়ে এদিন অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরোর আধিকারিকরা। টালিগঞ্জে আইটিআই কলেজের পাশ থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চিতাবাঘের চামড়া। রাজ্য বন দফতরের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরোর আধিকারিকরা।
প্রাথমিক তদন্তে তদন্তকারীরা জানতে পেরেছে, চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার দুই ব্যক্তির বাড়ি খাস কলকাতার হরিদেবপুর এলাকায়। ধৃতরা চিতাবাঘের চামড়া পাচার চক্রে জড়িত রয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। অভিযুক্তদের সঙ্গে নিয়ে যাওয়া হয় সল্টলেকে বন দফতরের অফিসে। সেখানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তবে চিতাবাঘের চামড়া ধৃতরা কোথা থেকে পেল, তার তদন্ত শুরু করেছে ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরো।