বাড়ি ফেরার পথে রিক্সা চালককে পিটিয়ে খুন, প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ

Published : Sep 20, 2020, 09:36 AM ISTUpdated : Sep 20, 2020, 03:47 PM IST
বাড়ি ফেরার পথে রিক্সা চালককে পিটিয়ে খুন, প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ

সংক্ষিপ্ত

কাজ সেরে বাড়ি ফেরার পথে রিক্সা চালককে পিটিয়ে খুন প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ রাস্তায় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ 

শুভজিৎ পুততুণ্ড, বারাসত-কাজ সেরে বাড়ি ফেরার পথে রিক্সা চালককে বেধড়ক মার। টাকা-পয়সা লুঠ করে রাস্তায় ফেলে রাখার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা রিক্সা চালকের মৃত্যু। ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে নিউটাউনে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।

আরও পড়ুন-'মাস্ক পরেননি কেন', হাসপাতালরক্ষীর 'মারে' মাথা ফাটল রোগীর আত্মীয়র

জানাগেছে, গত শনিবার রাতে রিক্সার ভাড়া খেটে বাড়ি ফিরছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতী তাঁর রাস্তা আটকে বেধড়ক মারধর করে টাকা পয়সা কেড়ে নেয়। পরে তাঁকে রাস্তার ধারে ফেলে দেয় বলে অভিযোগ। নিউটাউনের হাতিয়ারা পীরসাহেব মোড়ের কাছে জখম অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।  তাঁকে উদ্ধার করে  কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি কর হয়। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন-সহজলভ্য বস্তু দিয়ে বিস্ফোরক-জ্যাকেট তৈরি, সেনার উপর হামলার ছক ছিল ধৃত আল কায়দা জঙ্গিদের

শেখ ফিরোজের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পীরসাহেব মোড় এলাকায়। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সন্ধের সময় ওই এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।  শেখ ফিরোজের মৃতদের রেখে রাস্তায় উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। প্রতিবাদ-বিক্ষোভের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।

আরও পডডুন-বোমাবাজি-সংঘর্ষে উত্তপ্ত ময়না, বোমার আঘাতে মৃত্যু এক বিজেপি কর্মীর

ফিরোজ শেখ খুনের ঘটনায় ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় জড়িত     শেখ বাবলু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
     
 

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: বিধানসভা ভোটের আগে বন্ধ করা হবে কয়েক হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট?
LIVE NEWS UPDATE: ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০ - বড় ভূমিকা নেবে শিশির? জেনে নিন নাগপুরের আবহাওয়ার পূর্বাভাস