'পুষ্পা রাজ-আপুন লিখেগা নেহি'! মাধ্যমিকের উত্তরপত্রে সগর্বে ঘোষণা পরীক্ষার্থীর

পুষ্পা সিনেমার ডায়ালগ ধার করে সগর্বে ওই পরীক্ষার্থী জানিয়ে দিয়েছে, সে লিখতেই চায় না। স্বাভাবিক ভাবেই মুহুর্তে ভাইরাল হয়েছে সেই ছবি।

পুষ্পা জ্বর যে এভাবে জোর ধাক্কা দেবে, তা কেউ ভাবেননি। অন্তত মাধ্যমিক পরীক্ষার একটি উত্তরপত্র ভাইরাল না হওয়া পর্যন্ত ভাবা যায়নি যে এরকমও হতে পারে। কোভিডের জেরে ২০২১ সালে পরীক্ষা হয়নি। কার্যত দীর্ঘ দুই বছর পর অফলাইন পরীক্ষা হয় ২০২২ সালে। এবছর পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম ছিল না। কিন্তু অফলাইনে পরীক্ষা হওয়ার পর কোভিড যে শিক্ষাব্যবস্থার কী ক্ষতি করেছে, সেই ছবিটা স্পষ্ট হচ্ছিল। এক একটা উত্তরপত্র দেখে রীতিমত হতভম্ব হয়ে গিয়েছিলেন শিক্ষকরা। কোনওটা সাদা খাতা, কোনওটায় আবার গোটা প্রশ্নপত্রটাই টোকা। কিন্তু সব ঘটনাকে ছাপিয়ে গেল পুষ্পা রাজ। ব্যাপারটা বোধগম্য হচ্ছে না তো? 

মাধ্যমিকে পুষ্পারাজ

Latest Videos

উত্তরপত্রের ওপরে বড়বড় করে লেখা পুষ্পা, পুষ্পা রাজ...আপুন লিখেগা নেহি..অর্থাৎ আল্লু অর্জুনের দক্ষিণী ব্লকবাস্টার পুষ্পা সিনেমার ডায়ালগ ধার করে সগর্বে ওই পরীক্ষার্থী জানিয়ে দিয়েছে, সে লিখতেই চায় না। স্বাভাবিক ভাবেই মুহুর্তে ভাইরাল হয়েছে সেই ছবি। যদিও এই ছবি আদৌও সত্যি কীনা তা কোনও সংবাদমাধ্যমই যাচাই করেনি। 

উপাচার্যকে গালিগালাজের ২ দিন পর গ্রেফতার ছাত্রনেতা গিয়াসউদ্দীন, সরব বাম-বিজেপি-রাজ্যপাল

পুষ্পা ছবির সংলাপের আদলে ওই পরীক্ষার্থী লিখেছে নিজের বক্তব্য। দু বছর পর মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হওয়ায় এক জটিল বাস্তব কিন্তু সামনে আসছে, যা কোনওভাবেই অস্বীকার করা যাচ্ছে না। ২৮ এপ্রিলের মধ্যে উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভবত মে মাসের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে মাধ্যমিকের ফলাফল। এই পরিস্থিতিতে চলছে জোরকদমে খাতা দেখা।

কিন্তু অনলাইনে কেমন পড়াশোনা হয়েছে, প্রযুক্তির বাধা পেরিয়ে শিক্ষকরা কতটা পৌঁছতে পেরেছেন পড়ুয়াদের কাছে, তার উত্তর যেন এই সাদা খাতার ওপর সিনেমার সংলাপেই লুকিয়ে। কোভিড বড়সডড় খাদ তৈরি করে দিয়ে গেল এই প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে, তা হয়ত প্রমাণিত। বইয়ের সঙ্গে সম্পর্ক আর পড়ার প্রতি টান যে কমতে কমতে তলানিতে ঠেকেছে, তার হদিশ মিলেছে এই ছবিতে। তবে এটা হিমবাহের ওপরের অংশটা নয় তো?  ভয় সেখানেই। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam