কলকাতা পুলিশে বড়সড় রদবদল, নবান্নের বিজ্ঞপ্তিতে সরলেন একাধিক ডেপুটি কমিশনার

Published : Nov 10, 2020, 06:44 PM ISTUpdated : Nov 10, 2020, 06:49 PM IST
কলকাতা পুলিশে বড়সড় রদবদল, নবান্নের বিজ্ঞপ্তিতে সরলেন একাধিক ডেপুটি কমিশনার

সংক্ষিপ্ত

কলকাতা পুলিশে বড়সড় রদবদল নিজেদের পদ থেকে সরলেন কয়েকজন একাধিক ডেপুটি কমিশনার পদ থেকে সরলেন পুলিশের রদবদল ঘিরে জল্পনা পুলিশ মহলে

বিধানসভা ভোটের আবহে পুলিশের উচ্চপদে বড়সড় রদবদল করল নবান্ন। কলকাতা পুলিশের একাধিক ডেপুটি কমিশনার পদে রদবদল করা হয়। নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা পুলিশে একাধিক ডেপুটি কমিশনার বদলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। 

আরও পড়ুন-জোড়া আন্দোলনে উত্তপ্ত মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ অফিস, খোল-কীর্তনে অভিনব আন্দোলন

আইজি সিআইডি থেকে সরিয়ে কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনের করা হলো লক্ষীনারায়ন মীনাকে। অন্যদিকে, কলকাতা পুলিশের সাউথ ডিভিশন থেকে সরিয়ে সেন্ট্রাল এর ডেপুটি কমিশনার করা হয়েছে মিরাজ খালিদকে। এই বিষয়ে মঙ্গলবার  নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। 

আরও পড়ুন-ফেসবুকে প্রেম করে বিয়ে, মাস খানেক সংসারের পর বিতাড়িত, স্বামীর দাবিতে ধর্ণায় বসল গৃহবধূ

বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে, সেন্ট্রাল ডিভিশনের ডিসি সুধীর কুমারকে সরিয়ে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে। ডিসি পোর্ট থেকে সরিয়ে ডিসি সাউথ ওয়েস্ট করা হয়েছে সৈয়দ ওয়াকার রাজাকে। সাউথ ইস্ট ডিভিশন এর নতুন ডিসি হয়েছেন সুদীপ সরকার। ডিসি পোর্ট করা হয়েছে জাফর আজমলকে।

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI