KMC Election 2021: কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ভোট বাতিলের দাবি শুভেন্দু অধিকারীর

শুভেন্দ অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে নিরস্ত্র থাকার ও তৃণমূল আশ্রিত গুণ্ডাদের রক্ষা করার সবরকম নির্দেশ দিয়েছেন। 

কলকাতা পুরসভা নির্বাচনের (KMC Election 2021) পরই একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়কসহ রাজ্যস্তরের নেতারা। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক শেষ করে শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভা নির্বাচন বাতিলের দাবি জানান। তিনি বলেন সব বুথেই ভোট লুঠ হয়েছে। তাই এই ভোট বাতিল করে নতুন করে ভোট করাতে হবে।  পাশাপাশি কলকাতা পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে সরব হন। 

শুভেন্দু অধিকারী বলেন কলকাতা পুরসভা নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছেন তাঁরা। ২৩ ডিসেম্বর আদালতের শুনানিতে বিজেপির পক্ষ থেকে পুরসভোটে কারচুপির সমস্ত তথ্য প্রমান তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, তাঁদের কাছে ভিডিও ক্লিপ ও তথ্য রয়েছে সেগুলি আদালতে জমা দেওয়া হবে। কলকাতা পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন। 

Latest Videos

শুভেন্দ অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে নিরস্ত্র থাকার ও তৃণমূল আশ্রিত গুণ্ডাদের রক্ষা করার সবরকম নির্দেশ দিয়েছেন। তৃণমূল বিজেপির ৫০ শতাংশ পোলিং এজেন্টকে আটকে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কলকাতা পুরসভোটের মাত্র ২০ শতাংশই সত্যিকারের ভোট পড়েছে। ৪০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে। তৃণমূল আশ্রিত এক একজন দুষ্কৃতী ৮-১০টি করে ভোট দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

যদিও এদিন ভোট নিয়ে সম্পূর্ণ অন্য কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়ে বলেছিলেন কলকাতা পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে। পরিস্থিতি ও আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো করে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। পাশাপাশি তিনি বলেছেন কলকাতা পুলিশ সবথেকে ভালো পুলিশ। এদিন তিনি তিনটে নাগাদ তিনি তাঁর নিজের কেন্দ্রে ভোট দিতে আসেন। সেই সময় তিনি বলেন রাজ্যের ভোট শান্তিপূর্ণ। বিরোধীরা দুইএকটা অশান্তির ঘটনা বড় করে দেখাতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। 

এদিন কলকাতা পুরসভায় ১৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। সকাল থেকেই বেশ কিছু ওয়ার্ডে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। যা নিয়ে রীতিমত সরব হয়েছে বিরোধীরা। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই সেই সব অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন কলকাতা পুরসভা নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবে।  দলীয় সেনা কর্মীদের কথায় রেশ টেনেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন  ভোট হচ্ছে শান্তিপূর্ণ। উৎসবের মেজাজেই কলকাতার মানুষ ভোট দিচ্ছেন। কিন্তু ভোটে অশান্তির অভিযোগ তুলে বাম, কংগ্রেস, বিজেপির মত বিরোধী দলগুলি বেশ কয়েক জায়গায় অবরোধ বিক্ষোভে সামিল হয়েছিল। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন